অ্যাকশনরত নায়িকা, নেপথ্যে বিবেকানন্দের বাণী
RBN Web Desk: নেপথ্যে স্বামী বিবেকানন্দের বাণী, সামনে অ্যাকশনরত নায়িকা। সুচিত্রা ভট্টাচার্যর কাহিনী ‘হাতে মাত্র তিনটে দিন’ অবলম্বনে সম্প্রতি মুক্তি পেল অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন মাসি’ ছবির টিজ়ার। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক। মিতিনের সহকারি টুপুরের চরিত্রে থাকছেন রিয়া বণিক। এর আগে অরিন্দমের পরিচালনায় শবর সিরিজ়ের ছবি ‘ঈগলের চোখ’–এ অভিনয় করেছিলেন রিয়া।
আরও পড়ুন: গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
টিজ়ারের অনেকটা অংশ জুড়েই রণংদেহি মিতিন। তাকে বলতে শোনা গেল বিবেকানন্দের কিছু বিখ্যাত উক্তিও। নারী শক্তির উৎস, নারী সৃষ্টির প্রতিশ্রুতি, নারী অশুভ বিনাশের কারণ, এমনই ইঙ্গিত দিল ‘মিতিন মাসি’র টিজ়ার।
ছবির প্রেক্ষাপট বর্তমান সময়। তাই আজকের যুগের মতোই মিতিনমাসিকে দেখা যাবে এই ছবিতে। গল্পে নানান ভাবে ঘুরে দেখানো হবে কলকাতা। শহরের পার্সি সম্প্রদায়ের কথাও জানা যাবে এই ছবিতে। মিতিনের ছেলে বুমবুম থাকছে না এই গল্পে। তবে মিতিনমাসির স্বামী পার্থমেসোর চরিত্রে অভিনয় করবেন শুভ্রজিত দত্ত। একটি বিশেষ ভূমিকায় থাকছেন হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা বিনয় পাঠক। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।
২ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘মিতিন মাসি’।