সৌরভের ভূমিকায় রণবীর
RBN Web Desk: ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর। প্রযোজনা সংস্থার তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু না জানালেও, সৌরভের ভূমিকায় যে রণবীরকেই দেখা যাবে তা মোটামুটি পাকা বলেই সূত্রের খবর। ২০১৯ সালে সৌরভের বায়োপিক ঘোষণা করা হয়।
এর আগে অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’র নামভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর। সঞ্জয়ের হাঁটাচলা, কথা বলা, শরীরী ভাষার প্রায় পুরোটাই রপ্ত করেছিলেন তিনি। ছবি নিয়ে বিতর্ক থাকলেও রণবীরের অভিনয় প্রশংসিত হয়েছিল।
আরও পড়ুন: নিখোঁজ ব্লগার, আসছে রিঙ্গোর ‘বারাণসী জাংশন’
আপাতত লব রঞ্জনের ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির প্রচারে ব্যস্ত আছেন রণবীর। এই ছবিতে রয়েছেন শ্রদ্ধা কাপুর ও ডিম্পল কাপাডিয়াও। তবে শীঘ্রই তিনি সৌরভের বায়োপিকের শুটিংয়ের জন্য কলকাতায় আসবেন বলে শোনা যাচ্ছে।