পাঁচ বছরে সেরার সেরা ‘রামায়ণ’
RBN Web Desk: তিন দশকেরও বেশি সময় পর জাতীয় টেলিভিশনে ফিরেছে ফের ‘রামায়ণ’। ১৯৮৭ সালের ২৫ জানুয়ারি প্রথম সম্প্রচারিত হয় রামানন্দ সাগর পরিচালিত এই ধারাবাহিক। শুরু থেকেই জনপ্রিয়তার শিখরে ওঠে অরুণ গোভিল, দীপিকা চিখালিয়া, সুনীল লহরী, দারা সিং ও অরবিন্দ ত্রিবেদী অভিনীত ‘রামায়ণ’।
করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউনের জেরে, ঘরবন্দী মানুষের বিনোদনের জন্য সম্প্রতি ফের শুরু হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের (বার্ক) তথ্য অনুযায়ী ২৮ ও ২৯ মার্চ চারটি শো-তে ১৭ কোটির বেশি মানুষ ‘রামায়ণ’ দেখেছেন। গত পাঁচ বছরে হিন্দি বিনোদন জগতে কোনও একটি ধারাবাহিক এত বিপুল সংখ্যক দর্শক একসঙ্গে পায়নি বলে জানিয়েছে বার্ক।
আরও পড়ুন: জ্যাকলিন নন, ‘বড়লোকের বিটি’ এবার মনামী
বিশেষজ্ঞদের ধারণা আগামী দিনে ‘রামায়ণ’-এর দর্শক সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ‘রামায়ণ’-এর পাশাপাশি শুরু হয়েছে ‘মহাভারত’, ‘ব্যোমকেশ বক্সী’ ও ‘সার্কাস’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের সম্প্রচারও।