জ্যাকলিন নন, ‘বড়লোকের বিটি’ এবার মনামী
RBN Web Desk: র্যাপার আদিত্য প্রতীক সিং শিসোদিয়া ওরফে বাদশার গাওয়া ‘গেন্দা ফুল’ নিয়ে বর্তমানে বিতর্ক তুঙ্গে। হিন্দি এই গানে বাংলার লোকশিল্পী রতন কাহারের লেখা ‘বড়লোকের বিটি লো’র দুটি লাইন ব্যবহার করেছেন বাদশা। ‘গেন্দা ফুল’ যখন প্রথম মুক্তি পায়, তখন গীতিকার হিসেবে রতন কাহারের কোনও উল্লেখ করেনি গানটির প্রযোজনা সংস্থা। এই গানটির ভিডিওতে পারফর্ম করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ়।
তবে জ্যাকলিন নন, এবার বাদশার ‘গেন্দা ফুল’ গানটির সঙ্গে পারফর্ম করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। ৩১ মার্চ অনলাইনে মুক্তি পেয়েছে এই ভিডিও, ভিউ সংখ্যা পেরিয়েছে ৪.৫ লাখ। মনামীর এই ভিডিওতেও রতন কাহারের কোনও উল্লেখ নেই।
আরও পড়ুন: ছবি পুনঃমুক্তি নির্বিঘ্নেই, আশাবাদী ইন্দ্রাশিস
তবে বাদশা গতকাল দাবী করেছেন, ‘বড়লোকের বিটি লো’র রচয়িতা যে রতন কাহার, সেটা তিনি জানতেন না। ইন্টারেনেটে এই গানের একাধিক রিমেক রয়েছে। কোনওটাতেই রচয়িতার নাম নেই। এখন সবকিছু জানার পর রতন কাহারের জন্য সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে তিনি প্রস্তুত।