₹৫০ কোটি ছুঁল ‘সিতারে জ়মিন পর’, বাজিমাত আমিরের
RBN News Desk: আমির খান (Aamir Khan) মানেই বাস্তবের কাছাকাছি গল্প। দেশ বিদেশের কোটি কোটি অনুরাগী অপেক্ষায় থাকে তাঁর ছবির। ২০২২ এর পর আবার বড়পর্দায় তাঁর ছবি, তাকিয়ে ছিল সারা দেশের সিনে বিশেষজ্ঞ মহল। তবে আগের ছবির রিপোর্ট যেমনই হোক, অবশেষে কামব্যাক করলেন তিনি।
শুক্রবার মুক্তি পেয়েছে ‘সিতারে জ়মিন পর’ (Sitaare Zameen Par)। সেই ছবির হাত ধরে তিন বছর পর ফের পর্দায় ফিরেছেন মিস্টার পারফেকশনিস্ট। ‘তারে জ়মিন পর’ (Taare Zameen Par) ছবির মতো এই ছবিও যে বক্স অফিসে বাজিমাত করতে চলেছে, তা দ্বিতীয় দিনের কালেকশনে স্পষ্ট।
সারা বিশ্বে মুক্তি পাওয়ার দ্বিতীয় দিনেই ₹৫০ কোটির গণ্ডি পার করল ছবিটি। আমির ও জেনেলিয়া ডিসুজা (Genelia D’Souza) অভিনীত এই স্পোর্টস কমেডি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে তুমুল ভিড়, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়, সব মিলিয়ে আমির আবারও নিজেকে প্রমাণ করলেন বেশ কিছু বছর পর।
আরও পড়ুন: আমি ঘোতন নই, অনেক অমিল আছে: মহাব্রত
সাম্প্রতিককালে বলিউডে পরিবারের উপযোগী কনটেন্টের অভাব অনেকটাই পূরণ করেছে এই সিনেমা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কেন্দ্র করে গড়ে উঠেছে গল্প, যাকে আবেগ, বার্তা এবং বিনোদনের মিশেল বলা চলে। বিশেষ করে এই ধরনের শিশু কিশোরদের সম্পর্কে সমাজের চিরাচরিত ধারণা বদলে অনেকটাই সহায়ক হবে এই ছবি, আশা করা যায়।
প্রথম দিনেই প্রায় ₹৩০ কোটির ব্যবসা করেছে ছবিটি। দ্বিতীয় দিনে তা ₹৫০ কোটি পেরিয়ে গিয়েছে। বিদেশের বাজারেও সাফল্যের সঙ্গে চলছে ছবিটি। বিশেষ করে মধ্যপ্রাচ্য, আমেরিকা ও যুক্তরাজ্যে মিলছে ভালো সাড়া। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর এই ছবি আমিরের জন্য কার্যত এক ‘মেক অর ব্রেক’ পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া প্রমাণ করে দিয়েছে, তাঁর ওপর এখনও বিশ্বাস রেখেছেন অনুরাগীরা।
