হিন্দি ছবিতে মাইক টাইসন
RBN Web Desk: হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন বিখ্যাত মুষ্টিযোদ্ধা মাইক টাইসন। বক্সিংয়ের প্রেক্ষাপটে তৈরি দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোণ্ডা অভিনীত ‘লাইগার’ ছবিতে অভিনয় করবেন টাইসন। ছবির প্রযোজনা সংস্থা গতকাল সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে এনেছে।
টাইসন অভিনীত চরিত্রটি সম্পর্কে খুব বেশি কিছু জানা না গেলেও, শোনা যাচ্ছে ছবিতে বিজয়ের সঙ্গে রিংয়ে লড়তে দেখা যাবে তাঁকে। বিজয় ছাড়াও এই ছবিতে রয়েছেন অনন্যা পাণ্ডে। এর আগে হলিউডে ‘হ্যাংওভার’ ও হংকংয়ের ‘ইপ ম্যান’ সিরিজ়ে অভিনয় করেছেন টাইসন।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
একাধিক হলিউড তারকা মূলধারার হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তাঁদের মধ্যে রেক্স হ্যারিসন, সিলভেস্টার স্ট্যালোন, ডেনিসে রিচার্ডস, বেন কিংসলে, বারবারা মোরি, পল ব্ল্যাকথর্ন ও টোবি স্টিফেন্স অন্যতম।