রবীন্দ্রনাথের ‘দুই বোন’ ঋতাভরী, অর্পিতা
RBN Web Desk: রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে নারী আসলে প্রকৃতির আরেক রূপ। তিনি তাঁর সূক্ষ্ম মনন দিয়ে নারীকে রচনা করেছেন। নারীকে বর্ণনা করতে গিয়ে বলেছেন নারী জাতি দুপ্রকার। এক হল মা আর এক হল প্রিয়া। তাঁর লেখা ‘দুই বোন’ উপন্যাসে শর্মিলা এবং ঊর্মিমালাও অনেকটা তেমনই। আবার প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথের চোখে শর্মিলা হলো সুজলা, সুফলা, বর্ষার জলভরা নতুন মেঘের মতো স্নিগ্ধ, শ্যামল। আর চঞ্চলা, তণ্বী উর্মিমালা বসন্তের অমলতাস। একটু হাওয়াতেই যার মন দুলে ওঠে।বর্ষার মেঘ আর বসন্তের ফাগ একত্রে পাওয়ার নিষ্ফল কামনা যেমন অনেক পুরুষই করে থাকেন তেমনটাই করেছিল শর্মিলার বর শশাঙ্ক। সেখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব ।
১৯৩৩ সালে প্রকাশিত রবীন্দ্রনাথের ‘দুই বোন’ উপন্যাস অবলম্বনে পরিচালক শুভ্রজিৎ মিত্রের ‘মায়ামৃগয়া’ ছবিতে শর্মিলার চরিত্রে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে। ছোটবোন উর্মিমালার ভূমিকায় থাকছেন ঋতাভরী চক্রবর্তী। এই প্রথমবার একসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করতে চলেছেন অর্পিতা এবং ঋতাভরী। শর্মিলার স্বামীর চরিত্রে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ‘রাসমণি’ দিতিপ্রিয়া রায়।
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
অবিভক্ত ভারতের ব্রিটিশরাজ, পুরনো কলকাতার স্বাধীনতা সংগ্রাম এবং তৎকালীন সমাজ, পুরুষের চোখে নারীর অবস্থান, নারীশিক্ষা, নারী চরিত্রের দ্বন্দ্ব, নারীত্বর মতো বিষয় নিয়ে রীতিমত গবেষণা করে চলছে চিত্রনাট্য লেখার কাজ। ছবির শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইন্দ্রনীল ঘোষ। চিত্রগ্রহণে তিয়াস সেন। ছবির সম্পাদনার দায়িত্বে রয়েছেন সুজয় দত্ত রায়। অভিনেতাদের প্রশিক্ষণ দেবেন সোহাগ সেন।
এই ছবিতে সঙ্গীতের বিশেষ ভূমিকা থাকছে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ।
দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে, সব বিধি নিষেধ মেনে এ বছরের শেষেই শুরু হবে ‘মায়ামৃগয়া’র শুটিং।