রবীন্দ্রনাথের গানে গান্ধীকে শ্রদ্ধা, আয়োজনে প্রদ্যুৎ মুখোপাধ্যায়
RBN Web Desk: ব্যক্তিগত জীবনে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও গান্ধী-দর্শন রবীন্দ্রনাথকে আকৃষ্ট করত। কবির প্রতিও অসম্ভব শ্রদ্ধা ছিল মহাত্মার। মোহনদাস করমচাঁদ গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী পূর্ণ হবে এ বছর। সেই উপলক্ষে রবীন্দ্রনাথের গানে গান্ধীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন বিশিষ্ট তবলিয়া-সুরকার প্রদ্যুৎ মুখোপাধ্যায়।
রবীন্দ্রনাথের লেখা, গান্ধীর অন্যতম প্রিয় গান ‘একলা চলো রে’ গেয়ে বিশিষ্ট সংগীতশিল্পীরা একত্রিত হয়ে শ্রদ্ধা জানাবেন তাঁকে।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
‘একলা চলো রে’-এর সুরে সুর মিলিয়ে মোহনবীণা বাজিয়েছেন গ্র্যামি জয়ী বিশ্বমোহন ভট্ট। গানটি গেয়েছেন অনুপ জলোটা, সুরেশ ওয়াদেকর, শান, জয়তীর্থ মেভুনডির মতো শিল্পীরা। যন্ত্রসঙ্গীতে রয়েছেন প্রভিন গডখিনডি (বাঁশি),লোকেশ আনন্দ (সানাই), কিশোর সোধা (ট্রাম্পেট) ও সাগর (কিবোর্ড)। তবলায় রয়েছেন প্রদ্যুৎ নিজে। এই গানের সংগীত আয়োজনও তাঁর।
“রবীন্দ্রনাথের এই গান মনকে দৃঢ় করে। জীবনের নানা বাধা-বিপত্তি এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। তাই গানে-গানে তাঁর প্রতি আমাদের এই শ্রদ্ধাঞ্জলি,” জানালেন প্রদ্যুৎ।
২ অক্টোবর গান্ধীর জন্মদিনে প্রদ্যুতের ‘রিদিম এক্সপ্রেস’ ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি মুক্তি পাবে।