রবীন্দ্রনাথ স্মরণে ‘চোখের বালি’ এবার মঞ্চে
RBN Web Desk: মহেন্দ্র-বিনোদিনী-আশালতার কাহিনী এবার দেখা যাবে মঞ্চে। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় উপন্যাস ‘চোখের বালি’ চিরকালই পাঠকমহলে সমাদৃত। একই নামে ২০০৩ সালে ছবি করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঐশ্বর্য রাই, রাইমা সেন অভিনীত সেই ছবিতে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। সেই একই কাহিনী অবলম্বনে, রবীন্দ্রনাথের জন্মমাসে নির্মুখ আয়োজিত ‘চোখের বালি’ অভিনীত হতে চলেছে মঞ্চে। আকাশ গলুইয়ের পরিচালনায় এই নাটকে অভিনয় করবেন অবন্তিকা বিশ্বাস, শুভঙ্কর মারিক, দেবাশিস মিশ্র, ত্রিপর্ণা দাস, বাণী মন্ডল এবং চন্দনা রায়।
‘রসগোল্লা’ ছবির সূত্রে অবন্তিকা এখন পরিচিত মুখ। তিনি রয়েছেন বিনোদিনীর চরিত্রে। মহেন্দ্রর চরিত্রে থাকবেন শুভঙ্কর। দেবাশিস অভিনয় করবেন বিহারীর ভূমিকায় ও ত্রিপর্ণা থাকবেন আশালতার চরিত্রে।
মহেন্দ্রর বিয়ে নিয়ে এই কাহিনীর শুরু। তার মা রাজলক্ষ্মী চেয়েছিলেন বান্ধবী হরিমতির মেয়ে বিনোদিনীর সঙ্গে মহেন্দ্রর বিয়ে হোক। কিন্তু মহেন্দ্র সে প্রস্তাবে রাজি হয়নি। পরে আশালতার সঙ্গে তার বিয়ে হয়। এদিকে বিনোদিনীর বিয়ে হয় এক মরণাপন্ন বয়স্ক লোকের সঙ্গে যিনি অল্পদিনের মধ্যে ইহলোকের মায়া ত্যাগ করেন। কিশোরী বয়সে বিধবা হয়ে রাজলক্ষ্মীর তত্বাবধানে বিনোদিনী এসে হাজির হয় মহেন্দ্রদের বাড়ি। আশালতার সঙ্গে তার সখ্য ও সই পাতানোর মধ্যে জন্ম হয় চোখের বালি নামের। কিন্তু আশালতার অপরিমেয় সুখ, আর মহেন্দ্রর অহঙ্কার ক্রমশ বিনোদিনীকে অস্থির করে তোলে। মহেন্দ্রর বন্ধু বিহারীর প্রতি আকৃষ্ট হয় সে। তারপর কী হয়?
আরও পড়ুন: তপন সিংহের সঙ্গে কোনও মিল থাকবে না, জানালেন মিঠুন
নাটক প্রসঙ্গে আকাশ জানালেন, “‘চোখের বালি’ ছবি যেমন দর্শকের মন জয় করেছিল, তেমনই নাটকটাও সকলের ভালো লাগবে আশা করি। বহু বছর পর দর্শক এই উপন্যাসের নাট্যরূপ দেখতে চলেছেন, তাই তাঁদের প্রত্যাশা থাকবেই। আশা করা যায় আমি ও আমার দল যেভাবে নিজেদের তৈরি করেছি তার ছাপ অবশ্যই দর্শকের মনে দাগ কাটবে।”
৬ মে, যোগেশ মাইম একাডেমিতে সন্ধ্যা ৬:৪০ মিনিটে মঞ্চস্থ হবে ‘চোখের বালি’।