তপন সিংহের সঙ্গে কোনও মিল থাকবে না, জানালেন মিঠুন
RBN Web Desk: তপন সিংহ পরিচালিত ‘কাবুলিওয়ালা’র সঙ্গে তাঁর অভিনীত একই নামের ছবির কোনও মিল থাকবে না বলে জানালেন মিঠুন চক্রবর্তী। সুমন ঘোষ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ ছবির নামভূমিকায় অভিনয় করতে চলেছেন মিঠুন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাবুলিওয়ালা’তে একই চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। অন্যান্য চরিত্রে ছিলেন টিঙ্কু ঠাকুর, রাধারমণ রায় ও মঞ্জু দে।
ছবির গল্প কাবুলিওয়ালা রহমত ও এক ছোট্ট মেয়ে মিনিকে কেন্দ্র করে। সুদূর আফগানিস্তান থেকে কলকাতায় ব্যবসা করতে এসে রহমত খান ও মিনির মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ‘কাবুলিওয়ালা’ ছবি বিশ্বাসের অন্যতম সেরা ছবি হিসেবে গণ্য করা হয়। ১৯৫৭ সালে সেরা ছবির জাতীয় পুরস্কার পায় ‘কাবুলিওয়ালা’। সে বছরের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার বেয়ার পুরস্কারও পায় এই ছবি।
আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার
কলকাতা ছাড়াও লাদাখ ও আফগানিস্তানে শুট করার চিন্তাভাবনা করছেন সুমন। তবে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে বলেও মনে করছেন পরিচালক।
এর আগে ১৯৬১ সালে হেমেন গুপ্ত পরিচালিত হিন্দি ছবি ‘কাবুলিওয়ালা’র নামভূমিকায় অভিনয় করেছিলেন বলরাজ সাহনি।