রুক্মিণীতেই ভরসা রাখলেন বিরসা
RBN Web Desk: শেষমেশ রুক্মিণী মৈত্রের উপরেই ভরসা রাখলেন বিরসা দাশগুপ্ত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘দুর্গরহস্য’ নিয়ে ছবি করতে চলেছেন বিরসা। গতকাল হয়ে গেল ছবির মহরৎ। এই ছবিতে ব্যোমকেশ বক্সীর চরিত্রে থাকছেন দেব। সত্যবতীর চরিত্রে অভিনয় করতে চলেছেন রুক্মিণী। ছবির নাম ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’।
এর আগে সত্যবতীর ভূমিকায় মৌনী রায়ের অভিনয় করার কথা ছিল। অভিনেত্রীর সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল অনেকটাই। তবে মৌনী বিপুল অঙ্কের পারিশ্রমিক চাওয়ায় পিছিয়ে আসেন বিরসা ও প্রযোজনা সংস্থা। এরপরেই রুক্মিণীকে ওই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়।
আরও পড়ুন: ঋত্বিক ঘটকের ভূমিকায় শিলাজিৎ
উত্তমকুমার থেকে শুরু করে শ্যামল ঘোষাল, আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়কে বড়পর্দায় এই চরিত্রে দেখা গেছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন দেব।