নাগরিক নিঃসঙ্গতাকে বিষয় করে আসছে সোহাগ সেনের নতুন নাটক

কলকাতা: নগরজীবনে ক্রমশ বাড়ছে একাকীত্ব ও অবসাদ। বিশেষ করে বয়স্ক নাগরিক, যাদের সন্তান বিদেশে থাকে, তাঁদের মধ্যে এই একা হয়ে যাওয়ার প্রবণতা আরও বেশি। এই নাগরিক নিঃসঙ্গতাকে বিষয় করেই অনসম্বল গোষ্ঠী নিয়ে আসছে তাদের নতুন নাটক ‘ছোট ছবি’।

সম্প্রতি শহরে এই নাটকের পোস্টার লঞ্চ অনুষ্ঠানে পরিচালক সোহাগ সেন বললেন, “কলকাতাকে এখন একটা বৃদ্ধাশ্রম বলা চলে। কম বয়সীরা চাকরি নিয়ে বাইরে চলে যাচ্ছে। বাড়িতে একা পড়ে থাকছেন বাবা মা। তাঁরা ভুগছেন একাকিত্বে। এমনকি আত্মহত্যা ও অবসাদের ঘটনাও দিন দিন বেড়ে চলেছে। চারপাশে ঘটে যাওয়া এসব ঘটনা থেকেই এই নাটকের ভাবনাটা আমার মাথায় আসে।”

নগরজীবনের জাঁতাকলে পড়ে একা হয়ে যাচ্ছে মানুষ। এই বিষয়কে কেন্দ্র করেই লেখা হয়েছে ‘ছোট ছবি’। পরিচালক বললেন, “আমার সব নাটকই কোনও না কোনও সামাজিক সমস্যা নিয়ে কথা বলে। এখানে বিষয় হিসেবে বাবা-মায়েদের একাকীত্ব উঠে এসেছে। ছেলেমেয়েরা কাছে না থাকলে তাঁরা ক্রমশ একা হয়ে যান, অনেক সময় বিপদেও পড়েন। হয়ত প্রতিবেশীকেও সবসময় পাওয়া যায় না এক্ষেত্রে। এরকম ঘটনা আমরা প্রায়ই দেখি চারপাশে।”

তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

নাটকের কাহিনী চারজন ছেলেমেয়েকে নিয়ে। তারা ফিল্ম স্কুল থেকে পড়াশোনা করেছে। এই চার তরুণ পরিচালক নাগরিক নিঃসঙ্গতাকে বিষয় করে চারটে ছোট ছবি তৈরি করতে চায়। সেটা করতে গিয়ে আসে নানান সমস্যা। অবশেষে একজন প্রযোজক পাওয়া যায়। কিন্তু তিনি এই শর্তে প্রযোজনা করতে রাজি হন যে তাকে একটি চরিত্রে অভিনয় করতে দিতে হবে।এই চারজনের ধারণা তৃতীয় বিশ্বের দুঃখ কষ্ট দেখাতে পারলেই বিদেশে প্রশংসা পাওয়া যাবে। সেই ধারণা থেকে কাজ করতে গিয়ে কি কি ঘটে তাই নিয়েই এই নাটক।

‘ছোট ছবি’র বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন সুজয়প্রসাদ, রাজীব, শুভ, কৌশিক, মোতিলাল, সুলগ্না, সুতপা, সোমা, অয়ন, ঋত্বিক, সাগ্নিক, ঐন্দ্রিলা ও মোনালিসা।

৬ এপ্রিল শহরে  প্রথমবার মঞ্চস্থ হবে ‘ছোট ছবি’।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *