টেলিভিশন থেকে বিরতি নিচ্ছেন ইন্দ্রানী হালদার
RBN Web Desk: টেলিভিশন থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন তিনি, এমনটাই জানালেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার । গত সপ্তাহেই মুক্তি পেয়েছে সুদীপ চক্রবর্তী পরিচালিত ছবি বরফ। এই ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রানী।
সংবাদমাধ্যমকে ইন্দ্রানী জানালেন, ক্রমাগত কাজ করে গেলে একঘেয়েমি এসে যায়। সেই জন্যই ছোট পর্দা থেকে সাময়িক ছুটি নিচ্ছেন তিনি। গোয়েন্দা গিন্নী ও তারপর সীমারেখা ধারাবাহিকে টানা কাজ করে গেছেন তিনি। সীমারেখায় তিনি ছিলেন দ্বৈত চরিত্রে। তাতে খাটনি আরও বেশি। একটা বিরতির খুব দরকার ছিল, জানালেন ইন্দ্রানী।
ভূত বসেছে শিয়রে, পেত্নীর লজ্জা করে
এক সময় হিন্দী ধারাবাহিকেও চুটিয়ে অভিনয় করেছেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, অঞ্জন দাস ও অতনু ঘোষের মত পরিচালকের সঙ্গেও।
তবে টেলিভিশনে তিনি যে ফিরবেনই, সেটাও জানিয়ে দিলেন ইন্দ্রানী।