ফের চমক নিয়ে আসছে ফাগুন বউ
RBN Web Desk: মেগা-ধারাবাহিকে চমকই শেষ কথা। টিআরপি ধরে রাখার যুদ্ধে চমকই সেরা বাজি চিত্রনাট্যকারদের। যে ধারাবাহিকে যত ঘন ঘন চমক, সেই ধারাবাহিকের টিআরপি তত উর্ধ্বমুখী। প্রায় প্রতি সপ্তাহেই কাহিনীতে আনা হয় ট্যুইস্ট, তা সে মূল গল্পের সাথে সামঞ্জস্য থাকুক বা না থাকুক।
এই সপ্তাহে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে প্রায় সব মেগা-ধারাবাহিকই আনছে নতুন ট্র্যাক। ফাগুন বউ এদের মধ্যে অন্যতম। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, কৌশিক রায়, শঙ্কর চক্রবর্তী ও ভরত কল।
ভালবাসার সন্ধানে, শেষ পর্যন্ত
কিন্ত চমকটা কি?
প্রযোজনা সংস্থা সূ্ত্রের খবর, এই ধারাবাহিকে শীঘ্রই আসবে এক নতুন নারী চরিত্র। অনুরূপের (কৌশিক) বিবাহিত স্ত্রী হিসেবে সে দাবী করবে নিজেকে। নতুন সংকট ঘনিয়ে আসবে মল্লিক পরিবার। এই নিয়েই শুরু হবে নতুন ট্র্যাক। তবে অনুরূপের স্ত্রীর ভূমিকায় কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা নিয়ে মুখ খোলেনি প্রযোজনা সংস্থা।