কলকাতার অক্সফোর্ড বুকস্টোরে ‘নজরুল ক্যুইজ’

কলকাতা : সম্প্রতি কলকাতার পার্কস্ট্রিটে অক্সফোর্ড বুকস্টোরে এপিজে বাংলা সাহিত্য উৎসব এবং ছায়ানট (কলকাতা) – এর যৌথ উদ্যোগে ‘নজরুল ক্যুইজ’ অনুষ্ঠিত হয়ে গেল। ভাবনায় ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক এবং ক্যুইজ মাস্টার হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ সরকার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ মাসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁরই জীবন ও কর্মের উপর অনুষ্ঠিত হল এই বিশেষ ক্যুইজ প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান এবং পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, আলিপুর চিড়িয়াখানার ডেপুটি ডিরেক্টর পিয়ালি চ্যাটার্জি, ভবানীপুরের শতাব্দী প্রাচীন মতিলাল ঘোষ লাইব্রেরির সম্পাদক সন্দীপ দত্ত। ক্যুইজে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রতিযোগী। ক্যুইজে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ প্রদান এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথিরা। ক্যুইজে প্রথম স্থানাধিকারী শৌভিক ধরের হাতে পুরস্কার তুলে দেন আহমদ হাসান ইমরান, দ্বিতীয় ঋষভ দাসের হাতে পুরস্কার তুলে দেন পিয়ালি চ্যাটার্জি, তৃতীয় সুদীপ্ত শংকর চ্যাটার্জিকে পুরস্কৃত করেন সন্দীপ দত্ত। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও নজরুলকে ভালোবেসে অক্সফোর্ড বুকস্টোরে নজরুলপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছায়ানটের সভাপতি সোমঋতা জানান,”এই প্রথম আমরা নজরুল ক্যুইজের আয়োজন করলাম, তরুণ প্রজন্মের উৎসাহ দেখে আমরা সত্যি অভিভূত। সবাই খুব তৈরী হয়ে ক্যুইজে অংশ নিয়েছেন। আপামর জনসাধারণের মধ্যে নজরুল চেতনাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ। ক্যুইজে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে শুধুমাত্র প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় নন, সমস্ত দর্শকদের আমরা নজরুলের বই উপহার দিয়েছি। এভাবেই আমরা প্রাণের কবি নজরুলকে সঙ্গে নিয়েই পথ চলতে চাই। ভবিষ্যতে আবারও আমরা এই উদ্যোগ গ্রহণ করব।”

Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *