ঐন্দ্রিলার পরিবর্তে প্রিয়াংকা
RBN Web Desk: শ্যুটিং শুরু করলেও শেষ করে যেতে পারেননি তিনি। হাসপাতালে দীর্ঘ যুদ্ধের পর ২০ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সুস্থ হয়ে গোয়ায় শ্যুটিং করতে যাওয়ার কথা ছিল তাঁর। তবে তার আগেই সব শেষ। তাঁর পরিবর্তে অন্য অভিনেত্রীকে নিয়ে কাজ শুরু করে প্রযোজনা সংস্থা।
জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘অলক্ষ্মীজ় ইন গোয়া’ ওয়েব সিরিজ়ে কাজ করছিলেন ঐন্দ্রিলা। ডার্ক কমেডি গোত্রের এই সিরিজ় গড়ে উঠছে চার নারীর গোয়া ভ্রমণের বৃত্তান্ত নিয়ে। ঐন্দ্রিলা ছাড়াও এই সিরিজ়ের মুখ্য চরিত্রে রয়েছেন প্রিয়াংকা মণ্ডল, অনুরাধা মুখোপাধ্যায় ও আভেরী সিংহ রায়। তবে ঐন্দ্রিলার পরিবর্তে তাঁর অভিনীত চরিত্রটিতে বাংলা টেলিভিশনের পরিচিত মুখ প্রিয়াংকা ভট্টাচার্যকে নিয়েছে প্রযোজনা সংস্থা।
অরও পড়ুন: যেটা নেই সেটা হলো থ্রিল
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই শেষ হয়েছে ‘অলক্ষ্মীজ় ইন গোয়া’র শ্যুটিং। তবে ঐন্দ্রিলার স্মৃতি হিসেবে তাঁকে নিয়ে শ্যুট করা কিছু অংশ রাখা হবে সিরিজ়ে।
জানুয়ারি থেকে শুরু হবে ‘অলক্ষ্মীজ় ইন গোয়া’র স্ট্রিমিং।