‘রাঁধুনী’র দায়িত্বে বাসবদত্তা
RBN Web Desk: সন্ধে নামলে চিরকালই বাঙালির ঘরে-ঘরে চালু হয়ে যায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান।। এর মধ্যে রান্নার অনুষ্ঠান বর্তমানে খুবই জনপ্রিয়। নন-ফিকশন শো ‘রাঁধুনী’ (Radhuni) পুরস্কারও পেয়েছে। এবার থেকে সেই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় থাকবেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee)।
২০০৮ সাল থেকে শুরু হওয়ার পর দেড় দশক ধরে চলছে এই অনুষ্ঠান। পম্পি মুখোপাধ্যায়ের পরিচালনায় এখনও পর্যন্ত ‘রাঁধুনী’র ৫,০০০-এরও বেশি পর্ব সম্প্রচার হয়েছে। সেই অনুষ্ঠানেই সঞ্চালক হিসেবে দেখা যাবে বাসবদত্তাকে। তবে তিনি একাই এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন না। তাঁর সঙ্গে থাকবেন দেবী সাহা ও শ্রী বসু।
আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু
সংবাদমাধ্যমকে বাসবদত্তা জানালেন, “বাংলার দীর্ঘতম সময় ধরে চলা রান্নার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারার সুযোগ অত্যন্ত সম্মানের। আমি সঞ্চালক হিসেবেই আমার কর্মজীবন শুরু করেছিলাম। আজ ১৩ বছর বাদে আবার সেই মঞ্চেই ফিরে এলাম। আমি রান্না করতে খুবই ভালোবাসি। এবার পেশার ক্ষেত্রেও সেই শখের সঙ্গে যুক্ত হওয়াটা খুবই আনন্দের ব্যাপার।”
গতকাল ‘রাঁধুনী’র বিশেষ হোলি পর্ব সঞ্চালনা করেছেন বাসবদত্তা। ১৮ মার্চ থেকে দেবী ও শ্রী এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করছেন।
প্রতিদিন দুপুর দেড়টায় আকাশ আটে (Aakash Aath) দেখা যায় ‘রাঁধুনী’।