ফাগুন বউ-এ ডাক্তারের চরিত্রে সোলাঙ্কি, ত্রিকোণ প্রেমের ইঙ্গিত?
RBN Web Desk: ফাগুন বউ ধারাবাহিকে আসছেন সোলাঙ্কি রায়। ইচ্ছে নদী ধারাবাহিকের তুমুল সাফল্যের পর দর্শক ফের বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কির অভিনয় রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন।
কিন্তু কোন চরিত্রে অভিনয় করছেন সোলাঙ্কি?
যে মৃত্যু আজও রহস্য
ফাগুন বউ-এর প্রধান নায়িকা ঐন্দ্রিলা সেন ওরফে মহুল সংবাদমাধ্যমকে জানালেন, এই ধারাবাহিকে সোলাঙ্কিকে এক ডাক্তারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। চরিত্রের নাম মৃণালিনী। ছাত্রাবস্থায় মেডিকেল কলেজে রোদ্দুরের (বিক্রম) সহপাঠী ছিল মৃণালিনী, ভালোও বাসত তাকে, যদিও সে ডাকে কোনওদিনও সাড়া দেয়নি রোদ্দুর। হাসপাতালে রোদ্দুরকে সু্স্থ করে তোলার দায়িত্ব বর্তায় মৃণালিনীর ওপর। রোদ্দুরকে হাসপাতালে দেখতে আসে মহুল। কিন্তু যে কোনও কারণেই মহুলের সাথে দেখা করতে চায় না রোদ্দুর। দীর্ঘদিন হাসপাতালে থেকে মন-মেজাজ ভালো নেই তার। চিকিৎসক হিসেবে মৃণালিনীও চায় না বাইরের কেউ এখন রোদ্দুরের সাথে দেখা করুক। এদিকে মহুল নাছোড়, কিন্তু বাধ সাধে মৃণালিনী, জানালেন ঐন্দ্রিলা।
সূত্রের দাবী, ত্রিকোণ প্রেমের এক নতুন ট্র্যাক শুরু হতে চলেছে ফাগুন বউ-এ। অনেক নাটকীয় মুহূর্ত আসছে এই ধারাবাহিকে, সেটা আন্দাজ করাই যায়, দাবী সুত্রের।