নেমে গেল ফাগুন বউ, ত্রিকোণ প্রেমের বিরূপ প্রভাব?
RBN Web Desk: প্রতি বৃহষ্পতিবার সমস্ত টিভি চ্যানেলের সাপ্তাহিক টিআরপি প্রকাশ করে থাকে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল। কোন ধারাবাহিক কেমন ফল করছে তা জানা যায় এই টিআরপি তালিকা থেকেই।
গত ২১ সপ্তাহের মত, এবারও আরবান ১৫+ তালিকায় ফের সেরা কৃষ্ণকলি। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই টিআরপি তালিকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করে এসেছে। এবারও তার ব্যতিক্রম হল না।
তবে গত কয়েক মাসে তৃতীয় বা চতুর্থ স্থানে নিজের জায়গা পাকা করে নেওয়ার পর, উল্লখযোগ্য ভাবে কমে গেছে ফাগুন বউ ধারাবাহিকটির রেটিং। এই ধরাবাহিকের অন্যতম দুই প্রধান চরিত্রে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন।
খেল দিখা সকোগে না?
টিআরপি বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি ত্রিকোণ প্রেমের এক নতুন ট্র্যাক শুরু হয়েছে ফাগুন বউ-এ। গল্পে এসেছে এক নতুন চরিত্র মৃণালিনী। এই চরিত্রে অভিনয় করছেন সোলাঙ্কি রায়। বিক্রম-সোলাঙ্কি জুটি এর আগে বিপুল জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে নদী-তে অভিনয় করেছিলেন।
কিন্তু এই ত্রিকোণ প্রেমেরই বিরূপ প্রভাব ধারাবাহিকটির ওপর পড়ছে বলে ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা। সোলাঙ্কির অনেক ফ্যানই এরকম একটি চরিত্রে মেনে নিতে পারছেন না তাঁদের প্রিয় অভিনেত্রীকে। সোশাল মিডিয়ার মন্তব্য পড়লেই তা বোঝা যায়। আবার অন্যদিকে ঐন্দ্রিলার ফ্যানরাও অখুশি। তাঁদের বক্তব্য, বেশ একভাবে চলছিল ধারাবাহিকটি। হঠাৎ করে ট্র্যাক পরিবর্তন করে গল্পটিকে ঘেঁটে দেওয়ার কোনও মানেই হয় না, বলছেন তাঁরা।
যে মৃত্যু আজও রহস্য
যাই হোক, মাত্র এক সপ্তাহের নিরিখে বোঝা যায় না কোনও ধারাবাহিকের ট্র্যাক পাল্টানো কতটা সফল হবে। পরবর্তী সপ্তাহে ফাগুন বউ-এর রেটিং কেমন হয়, সেটাই এখন দেখার।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১০টি ধারাবাহিক এরকম।
১. কৃষ্ণকলি (১২.১৪)