বড় পর্দায় নায়িকার ভূমিকায় জনপ্রিয় টেলি-অভিনেত্রী
RBN Web Desk: ‘কে আপন কে পর’ ধারাবাহিকে অনুর ভুমিকায় অভিনয় করে দর্শকের সামনে উপস্থিত তিনি। এছাড়াও কাজ করেছেন বহু সফল ধারাবাহিকে। গত বছর অভিজিৎ চৌধুরীর স্বল্পদৈর্ঘ্যের ছবি মিথ্যে-তে অভিনয় করে ওয়েব মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। আর এবার বড় পর্দায় নায়িকার ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় টেলি-অভিনেত্রী পায়েল দেব।
রাজর্ষি দে-এর পরিচালনায় সম্প্রতি শ্যুটিং শেষ হয়েছে ‘পূর্ব পশ্চিম দক্ষিণ, উত্তর আসবেই’ ছবির। এই ছবিরই নায়িকার চরিত্রে বড় পর্দায় দেখা যাবে পায়েলকে।
সংবাদমাধ্যমকে পায়েল জানালেন, এই ছবি তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ছবিতেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ সবাই পায় না, বললেন তিনি।
হারানো লেত্তি, হারানো লাট্টু
তিনটি গল্প থাকছে এই ছবিতে। প্রতিটি গল্প একটি সূত্রে বাঁধা। এর মধ্যে একটি গল্পের মুখ্য চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
পায়েলের সাথে কাজ করতে পেরে খুশি পরিচালক। তাঁর পরের ছবিতেও পায়েল থাকছেন এবং এই সংক্রান্ত কথাবার্তাও হয়েছে তাঁদের মধ্যে, জানালেন রাজর্ষি।
এই বছর মাঝামাঝি সময়ে মুক্তি পাবে এই ছবি।