আবারও শীর্ষে কৃষ্ণকলি, তবে আসল চমক অন্য জায়গায়
RBN Web Desk: দৌড় অব্যাহত কৃষ্ণকলির। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল-এর আরবান ১৫+ তালিকায় আবারও শীর্ষে এই ধারাবাহিকটি। তবে এই সপ্তাহের টিআরপি তালিকায় ফিকশন ধারাবাহিকে কোনও চমক নেই।
কিন্তু চমক রয়েছে অন্য জায়গায়। বহু সপ্তাহ পরে এবার ফিকশন, নন-ফিকশন শো মিলিয়ে সামগ্রিকভাবে এক নম্বরে উঠে এসেছে সা রে গা মা পা। গত সপ্তাহে এর রেটিং ছিল ৮.৯, সেখানে এই সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ১১.৯-এ। কৃষ্ণকলির রেটিং সেখানে ১১.১। এই সঙ্গীতানুষ্ঠানের এক নম্বরে উঠে আসা খুই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে ব্যর্থতা অব্যাহত বাজল তোমার আলোর বেণু ও ভূমিকন্যার।। আরবান ১৫+ তালিকায় কোথাওই স্থান পায়নি এই ধারাবাহিক দুটি। একই ফল অন্য আরও বেশ কয়েকটি ধারাবাহিকের।
এবার ঋতুপর্ণর ‘জ্যেষ্ঠ পুত্র’ প্রসেনজিৎ
ভালো টিআরপি মানেই যে সেই ধারাবাহিকের গুণমান সবথেকে ভালো এমনটা ভাবার কোনও কারণ নেই। তবে এই তালিকা দেখেই বিজ্ঞাপনদাতারা ঠিক করেন কোন ধারাবাহিকে বিজ্ঞাপন দিলে তারা সবথেকে বেশি লাভবান হবে। সোজা কথায়, যে ধারাবাহিকের যত বেশি টিআরপি, তার তত বেশি বিজ্ঞাপন পাওয়ার সম্ভাবনা।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১০টি ধারাবাহিক এরকম।
১. কৃষ্ণকলি (১১.১)