ভূতের কেত্তনে আরিয়ান, খরাজ, মানসী, কাঞ্চন
RBN Web Desk: বাংলা ছবিতে এখন ভূতের রমরমা। বছরে দু’একটা ভূতের ছবি বা সিরিজ় লেগেই থাকে। গত এক দশকের থ্রিলার জ্বর আপাতত কিছুটা ভূতের ঘাড়ে চাপানো গিয়েছে। এবার এক ঝাঁক তারকা নিয়ে আসছে মজার ছবি ‘ভূতের পাল্লায় ভূতনাথ’। পরিচালনায় বিদিশা চট্টোপাধ্যায়। বিভিন্ন ভূমিকায় অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), মানসী সিংহ (Manasi Sinha), রাজু মজুমদার, তরঙ্গ সরকার, সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায় এবং অন্বেষা চট্টোপাধ্যায়। আজ প্রকাশিত হলো অভিনেতাদের প্রথম লুক।
ছবি প্রসঙ্গে বিদিশা জানালেন, “এটি একটি সপরিবারে দেখার মতো ভিন্ন স্বাদের ভূতের ছবি। মূলত বাংলা থিয়েটারের সঙ্গে চলচ্চিত্র জগতের মেলবন্ধন ঘটাবে এই ছবি।”
আরও পড়ুন: তথাগতর ছবিতে জুটি বাঁধছেন দেবলীনা-বিক্রম
ছবিতে আরিয়ানকে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন ধারার চরিত্রে। এক ভূতের চরিত্রে থাকছেন কাঞ্চন। খরাজ রয়েছেন এক সুদখোর মহাজনের ভূমিকায়। এক ঝগড়ুটে বউয়ের চরিত্রে থাকছেন মানসী এবং এক মজাদার ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে সন্দীপকে।
ছবির কাহিনি চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রুমকি চট্টোপাধ্যায়। ছবির দুটি গান লিখেছেন বিদিশা নিজেই।
২২ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘ভূতের পাল্লায় ভূতনাথ’।