মিরিকে শুট করলেন তনুশ্রী, ঈশান
RBN Web Desk: দুটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা দুজন মানুষের জীবন বাঁধা পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে। সম্পর্কের পরিণতি যেমনই হোক, সম্পর্কের ভিত্তি সেই আদি ও অকৃত্রিম ভালোবাসা।
বনেদি বাঙালি পরিবারের ছেলে ঈশান। ছোটবেলায় নিজের বাবাকে হারিয়ে, বছর দুয়েক হলো জেঠু শিবাশিস ও মা অলকার সঙ্গে সে কলকাতার বাড়ি ছেড়ে পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে। সেখানে তাদের আদিবাড়ি। শিবাশিষ পেশায় উকিল। ঈশান ফ্রিল্যান্স ফটোগ্রাফার। তার আঁকার হাতও বেশ ভালো।
অন্যদিকে, তিলোত্তমার স্বামী মারা গেছে বছর সাতেক আগে। শুধু তাই নয়, তিলোত্তমার ব্যক্তিগত জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য। প্রায় সময়ের কাছে হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে আচমকাই একদিন মিঠে রোদের মতো হাজির হয় ঈশান। একতরফা ভালোবাসা, মান-অভিমান, এই সবকিছুর শেষে, তিলোত্তমা-ঈশান কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে একসাথে থাকতে?
আরও পড়ুন: নতুন ছবি শুরু করতে চলেছেন নন্দিতা দাশ
প্রেমের গল্প হলেও, তাঁর পরিচালিত ‘চিরসখা হে…’ ঠিক আর পাঁচটা সাধারণ প্রেমের মতো নয় বলেই মনে করেন পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। জাগতিক চাওয়া-পাওয়াকে দূরে সরিয়ে রেখে একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং সম্মানই এই সম্পর্কের ভিত্তি। কিন্তু প্রেম এমনই একটা অনুভূতি যা কখনো পুরোনো হয় না। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘চিরসখা হে…’-এর নামেই ছবির নাম। অর্থাৎ যে ভালোবাসা চিরন্তন।
করোনার প্রকোপ সামলে এই মুহূর্তে উত্তরবঙ্গের মিরিকে চলছে ছবির শুটিং। মুখ্য চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী এবং ঈশান মজুমদার। অন্য দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বরুণ চন্দ এবং মিঠু চক্রবর্তী।
‘চিরসখা হে…’ ছবির চিত্রনাট্য লিখেছেন অভীক রায়, সংলাপ সুজয়নীল বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গীত পরিচালনা করছেন সৌম্য ঋত।