বিলেতে কেকে-এর গানকে শ্রদ্ধা জানাবেন সায়নী পালিত

RBN Web Desk: তিনি নিজেই বলেই গেছেন, ‘কল রহে ইয়া না রহে, ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল।’ তিনি নেই আজ প্রায় চার মাস হতে চলল। তবু তিনি রয়েছেন হাজারো মানুষের অন্তরে, অসংখ্য শিল্পীর কণ্ঠে। প্রিয় কৃষ্ণকুমার কুন্নথকে মননে নিয়ে লন্ডনের মঞ্চে গান শোনাতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী সায়নী পালিত। তবে শুধুই যে কেকে-এর গান থাকবে তা নয়। বহু শিল্পী এবছর প্রয়াত হয়েছেন। সকলকেই শ্রদ্ধা জানিয়ে তাঁদের গান গাইবেন সায়নী। এছাড়াও থাকবে পুরোনো, নতুন ও তাঁর নিজের কিছু গান।

“কোভিডের কারণে অনেকগুলো দিন আমরা আমাদের শ্রোতা বন্ধুদের সামনে এসে গান শোনাতে পারিনি। এবারের দুর্গাপুজো উপলক্ষ্যে লন্ডনের অনুষ্ঠানটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে সবসময় বিভিন্ন ধরণের গান শুনতে ও গাইতে ভালোবাসি। তাই এবারের অনুষ্ঠানসূচীতে সব ধরণের গানকেই জায়গা দিয়েছি,” রেডিওবাংলানেট-কে জানালেন সায়নী। 

আরও পড়ুন: আবারও থ্রিলারে অরিন্দম

এবার পুজোয় বহু শিল্পী বিদেশে অনুষ্ঠান করতে যাচ্ছেন। সেখানকার অনুষ্ঠানও কি কলকাতার মতোই? “সেভাবে আলাদা করে কখনও ভাবিনি,” বললেন সায়নী। “তবে স্বাভাবিক কারণেই বিদেশে আমাদের অনুষ্ঠান নিয়ে বাঙালি দর্শক ও শ্রোতার অপেক্ষা অনেক বেশি থাকে।”

মঞ্চের পাশপাশি সায়নী তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করছেন। খুব শীঘ্রই সেখানে মুক্তি পাবে কয়েকটি নতুন গান। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *