আমার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ কোনওভাবেই রিমেক নয়: প্রদীপ্ত
কলকাতা: তাঁর পরিচালিত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ কোনওভাবেই ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের ছবির রিমেক নয়, জানালেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। ১৯১৭ সালে প্রকাশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস ‘শ্রীকান্ত’র প্রথম পর্ব অবলম্বনে প্রদীপ্ত তৈরি করেছেন তাঁর নতুন ছবি। এই ছবিতে শ্রীকান্ত ও রাজলক্ষ্মীর চরিত্রে থাকছেন ঋত্বিক চক্রবর্তী ও জ্যোতিকা জ্যোতি।
“উত্তমকুমার অভিনীত চরিত্রটির সঙ্গে আমার শ্রীকান্তের কোনও মিল নেই,” রেডিওবাংলানেট-কে জানালেন প্রদীপ্ত। “কেউ কেউ শুনছি দুটো ছবির তুলনা করছেন। তবে তা নিয়ে আমি বিশেষ চিন্তিত নই কারণ দুটি ছবির গল্প এবং সময়কাল আলাদা। তাই তুলনার কোনও প্রশ্নই আসে না। আমার শ্রীকান্ত একমাত্র ঋত্বিকই হতে পারে।”
প্রদীপ্তর ছবিতে শ্রীকান্ত গ্রাম থেকে শহরে আসা এক বেসরকারি হাসপাতালে কর্মরত যুবক। যান্ত্রিক সভ্যতার প্রতি বিরক্ত হয়ে জীবনের খোঁজে যাযাবরের মতো ঘুরে বেড়ায় সে। এভাবেই তার সঙ্গে আলাপ হয়ে যায় বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়ে আসা রাজলক্ষ্মীর। দুজনের মধ্যে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। এরই মাঝে একদিন শ্রীকান্তর পুরোনো বন্ধু হুকুমচাঁদ তাকে নিমন্ত্রণ করে এক শিকার অভিযানে। আর ঠিক এখানেই ঘুরে যায় গল্পের গতিপথ।
‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’তে হুকুমচাঁদের চরিত্রটি প্রদীপ্ত নিজে নির্মাণ করেছেন। এই ভূমিকায় দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়কে।
ছবির ট্রেলার বলছে প্রদীপ্তর প্রেক্ষাপট বর্তমান সময়। ১০০ বছরেরও আগে লেখা মূল উপন্যাসের বিষয়বস্তু থেকে একেবারেই আলাদা এ যুগের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’।
আরও পড়ুন: সত্যজিতের তিনটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম: মাধবী
“আমাদের গল্পে শরৎচন্দ্রের শ্রীকান্তর ছায়া কোথাও যেন থেকেও নেই,” জানালেন ঋত্বিক। “উত্তমকুমার অভিনীত ছবিটি আমি আগে দেখিনি। প্রদীপ্তর ছবিতে কাজ শুরু করার পর কিছুটা দেখেছি, পুরোটা নয়। দুটো ছবিকে তুলনা করা একেবারেই উচিৎ হবে না। একই সাহিত্য থেকে নির্মিত ছবিতে একই চরিত্রে একাধিক অভিনেতা অভিনয় করেছেন। কিন্তু ২০১৯-এর ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র গল্প পুরোটাই প্রদীপ্তর। আমরা সেই ছবিটা করারই চেষ্টা করেছি।”
উত্তম-সুচিত্রা অভিনীত ছবিটি ছিল অনেক বেশি সাহিত্য নির্ভর। কিন্তু প্রদীপ্তর ছবির নিজস্ব একটি ব্যাখ্যা আছে। “আমার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ আজকের সময়ের,” জানালেন পরিচালক। । “১০০ বছর আগে সৃষ্ট চরিত্রগুলিও তাই আমার ছবিতে অনেক বেশি প্রাসঙ্গিক। প্রত্যেক পরিচালকের একটি নিজস্ব ভাবনা থাকে তাঁর ছবি নিয়ে। তাই কেউ যদি ছবিটি দেখতে বসে উপন্যাসের সঙ্গে মিলিয়ে দেখেন তাহলে আশাহত হবেন।”
আরও পড়ুন: গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
প্রদীপ্তর ছবিতে অন্নদাদি ও ইন্দ্রনাথের ভূমিকায় থাকছেন অপরাজিতা ঘোষ ও সায়ন ঘোষ। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সাত্যকি বন্দ্যোপাধ্যায়। অপরাজিতা ও ঋত্বিক দুজনেই প্রদীপ্তর প্রথম ছবি ‘বাকিটা ব্যক্তিগত’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন।
২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’।
ছবি: অর্ক গোস্বামী