লালু প্রসাদের বায়োপিক
RBN Web Desk: রাজনীতিকদের জীবন নিয়ে বরাবরই মানুষের মধ্যে একটা আলাদা আগ্রহ থাকে। আর তা যদি হয় লালু প্রসাদ যাদবের মতো বর্ণময় চরিত্রের, তাহলে তো কথাই নেই। এবার তাঁকে নিয়েই তৈরি হতে চলেছে বায়োপিক। অন্তত রাষ্ট্রীয় জনতা দল সূত্রে তেমনই খবর। ছ’মাস ধরে নাকি এই বায়োপিক নিয়ে কাজ চলছে।
শোনা যাচ্ছে, চিত্রনাট্য প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শীঘ্রই কাস্টিং শুরু হবে বলে জানা গিয়েছে। তারপর শুরু হবে শ্যুটিং। লালুর পরিবারের তরফ থেকে চিত্রনাট্যের সত্ব কিনে নিয়েছেন নির্মাতারা।
আরও পড়ুন: আবারও চমক বিবেক অগ্নিহোত্রীর
লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব তাঁর পিতার বায়োপিক নিয়ে বিশেষভাবে আগ্রহী। ছবিতে তিনিও অর্থ বিনিয়োগ করেছেন বলে শোনা যাচ্ছে।
এর আগে ১৯৯৮ সালে সিকন্দর ভারতী পরিচালিত ‘দণ্ডনায়ক’ ছবিতে লালু-অনুপ্রাণিত একটি চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। চরিত্রটির নাম ছিল বাঁকেলাল চৌরাসিয়া।
ছবি: উইকিপিডিয়া