অভিনব উদ্যোগে গ্রামের মাঠে বাংলা ছবির প্রিমিয়র
RBN Web Desk: গ্রামের সাত বছরের ছেলে গৌর। কিছু সমস্যার কারণে সে পরিষ্কারভাবে কথা বলতে পারে না। কিন্তু তাতে তার স্বপ্ন দেখা থেমে থাকে না। গৌরের স্থির বিশ্বাস যদি আম, জাম, কাঁঠালের বীজ মাটিতে পুঁতলে তার থেকে গাছ বেরোয় তাহলে একইভাবে পিঠেরও গাছ হওয়া সম্ভব। সে সত্যিই মাটিতে পিঠে পুঁতে রোজ সেখানে জল দেয়, আর গাছ বেরোবার অপেক্ষা করতে থাকে। সত্যিই কি গাছ বেরোয়?
এরকমই এক অভিনব কাহিনী নিয়ে উজ্জ্বল বসু পরিচালনা করেছেন ‘দুধপিঠের গাছ’। তবে অভিনবত্বের এখানেই শেষ নয়। বাংলায় যখন ছোটদের জন্য ছবি একরকম বন্ধই হয়ে গেছে, তখনই উজ্জ্বলের ‘দুধপিঠের গাছ’ প্রযোজনা করতে এগিয়ে এসেছেন নদীয়ার আড়ংঘাটা গ্রামের ৯৩০টি পরিবার ও দেশ বিদেশের আরো ১৯৬ জন মানুষ।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
‘দুধপিঠের গাছ’-এর বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন হর্ষিল দাস, দেবঙ্গনা গণ, রিয়া দাস, দামিনী বসু, কৌশিক রায় ও শিবানী মাইতি।
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার।
প্রথমে ৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও, লকডাউনের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় ২১ অক্টোবর দর্শক সম্মুখে আসছে গৌর ও তার পিঠে পোঁতার গল্প। তবে তার ঠিক একদিন আগে আড়ংঘাটার গ্রামের মাঠে হবে এই ছবির প্রিমিয়র।