ছবির মধ্যে ছবির গল্প, আসছে ‘এভাবেই গল্প হোক’
RBN Web Desk: জীবনে চলার পথে এমন অনেক কথা থাকে যা শেষ পর্যন্ত না বলাই থেকে যায়। সেই সমস্ত অনুচ্চারিত কথা একদিন হয়তো কোথাও গিয়ে সম্পূর্ণতা পায়, বা পায় না। এই অন্যরকম ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে পরিচালক রোহন সেনের ছবি ‘এভাবেই গল্প হোক’। ছবির বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, আনন্দ চৌধুরী, বিবৃতি চট্টোপাধ্যায়, শাশ্বতী গুহঠাকুরতা ও মৃণাল মুখোপাধ্যায়। সম্প্রতি শহরে ছবির ট্রেলার প্রকাশে উপস্থিত ছিলেন শিল্পী ও কলাকুশলীরা।
ছবির কাহিনী পরিচালক অভিজিৎকে (জয়) নিয়ে। অভিজিৎ থ্রিলার ছবি বানায়। কিন্তু তার শেষ তিনটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এবার সে একটি প্রেমের কাহিনী নিয়ে ছবি করতে চায়, নাম ‘একটি অসমাপ্ত গল্প’। ছবির কাহিনীকার সিদ্ধার্থ (আনন্দ)। এই বিষয়ে প্রযোজক অঞ্জনের (শান্তিলাল) সঙ্গে আলোচনা করতে চায় অভিজিৎ। এভাবে হঠাৎ করে থ্রিলার ছেড়ে প্রেমের গল্প নিয়ে অভিজিতের ছবি করার ব্যাপারে অঞ্জন খুব একটা আগ্রহী হয় না। এদিকে সিদ্ধার্থ ও লাবণীর (বিবৃতি) ভালোবাসাকে স্বীকৃতি দিতে চান না লাবণীর মা। দুজনের সম্পর্ককে তিনি পরিকল্পনা করে নষ্ট করে দিতে চান। কী হয় সিদ্ধার্থ-লাবণীর? অভিজিৎই বা কেন প্রেমের গল্প নিয়ে ছবি করতে চায়? এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে ‘এভাবেই গল্প হোক’।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
মাত্র ১৯ বছর বয়সে একটা পূর্ণদৈর্ঘ্যের ছবি বানিয়ে ফেলা রোহন জানালেন, “ক্লাস টেন পাশ করার পর ফিল্ম নিয়েই পড়াশোনা করেছি। এখনও তাই করছি। একটু-একটু করে শুটিং করেছি আমরা। জয়দা আর রূপাঞ্জনাদি ভীষণ সাপোর্ট করেছে ছবির ব্যাপারে। নানারকম বাধা এসেছে, তবে যেহেতু এরা শুরু থেকেই সঙ্গে ছিলেন তাই কাজটা শেষ করতে পেরেছি। শান্তিজেঠুও শুটিংয়ের মাঝে নানারকমভাবে সাহায্য করতেন।”
ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকা জয় জানালেন, “অন্যধরণের একটা গল্প নিয়ে ছবি করেছে রোহন, যেটায় কাজ করতে খুব ভালো লেগেছে আমার। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।”
ছবিতে রূপাঞ্জনার অভিনীত চরিত্রের নাম কথা। সে অভিজিতের স্ত্রী। এদের দুজনের সম্পর্কের একটা টানাপোড়েন রয়েছে ছবিতে, যেটা শেষ অবধি দেখা যাবে।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
“ছবির ভেতর আর একটা ছবির গল্প দেখানো হবে,” জানালেন আনন্দ। “সেখানে সিদ্ধার্থ লাবণীকে ভালোবাসলেও, পরিস্থিতি প্রতিকূল থাকায় তাদের সম্পর্কটা জটিল হয়ে দাঁড়ায়। সেটা কীভাবে সমাধান হবে, তাই নিয়ে দর্শকের কৌতূহল থাকবে বলে আমার বিশ্বাস।”
‘এভাবেই গল্প হোক’-এর সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রাজদীপ গঙ্গোপাধ্যায়, গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, অমৃতা দে ও কিঞ্জল। চারটি গান থাকছে ছবিতে, তার মধ্যে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন অমৃতা।
শীঘ্রই মুক্তি পাবে ‘এভাবেই গল্প হোক’।