অস্তিত্বের সংকট কাটাতেই টেলিভিশনে কাজ শুরু করি: কুশল চক্রবর্তী
RBN Web Desk: অভিনেতা হিসেবে অস্তিত্বের সংকট কাটাতেই টেলিভিশনে কাজ শুরু করেন, এমনটাই বললেন কুশল চক্রবর্তী । সত্যজিৎ রায়ের সোনার কেল্লা (১৯৭৪) ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম সফল ও জনপ্রিয় এই অভিনেতা।
সংবাদমাধ্যমের সাথে কথোপকথনে কুশল জানান, নব্বইয়ের দশকে বাংলা ছবির সংখ্যা ছিল খুবই কম। বছরে ২০-২২টার বেশি ছবি হত না। বেশিরভাগ ছবিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জীৎ চক্রবর্তী বা তাপস পাল নায়ক হতেন। বড় পর্দায় কাজ না পেয়ে তাই টেলিভিশনে যোগ দেন তিনি। ইন্ডাস্ট্রির একটা মহল তখন বলতে শুরু করে, এদের তো ঘরে বসেই দেখা যায়। পয়সা দিয়ে টিকিট কেটে এদের দেখতে কেন আর দর্শক হলে আসবেন। এছাড়াও অনেকেই ভাবতে লাগল, ছোট পর্দার কাজে তিনি তখন এতটাই ব্যস্ত যে ছবিতে অভিনয় করার সময় নেই। বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল তাঁর মত অনেক অভিনেতাকেই, ক্ষোভের সঙ্গে জানালেন তিনি।
নায়ক শহর কলকাতা
এখন সময়টা অনেকটাই বদলেছে মেনে নিলেন কুশল। আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, এরা সবাই টেলিভিশন থেকেই উঠে এসেছে। ছবিও আগের থেকে অনেক বেশি তৈরি হচ্ছে। তবে বড় পর্দায় তেমনভাবে নিজের প্রতিভা দেখাতে পারেননি বলে আক্ষেপ কম নয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার।
বর্তমানে আরব্য রজনী, খনার বচন, বাজল তোমার আলোর বেণু ও জাহানারা ধারাবাহিকে অভিনয় করছেন কুশল।