শেষ যাত্রায় সেই ব্রাত্যই থেকে গেলেন ‘বাংলার হেলেন’
RBN Web Desk: একসময় তাঁকে মঞ্চে দেখার জন্য ভিড় উপচে পড়ত উত্তর কলকাতার থিয়েটার পাড়ায়। ‘চৌরঙ্গি’ নাটকে ক্যাবারে ডান্সার কনির চরিত্রে অভিনয় করে দর্শকমহলে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ‘আসামী হাজির’, ‘সম্রাট ও সুন্দরী’, ‘সাহেব বিবি গোলাম’ ও ‘অশ্লীল’-এর মতো সফল নাটকেও দেখা গেছে তাঁকে। পরিচালক সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দী’ ও ‘সীমাবদ্ধ’ ছবিতেও ছিলেন তিনি। তবুও তাঁর শেষ যাত্রায় সেই ব্রাত্যই থেকে গেলেন মিস শেফালি।
গতকাল ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরতি দাস ওরফে মিস শেফালি। সোদপুরের নাটাগড়ের বাড়ি থেকে পানিহাটির শ্মশানে যখন তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় তখন বাংলা চলচ্চিত্র জগতের কাউকেই চোখে পড়েনি। পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সুদীপ রায় খবর পেয়ে ছুটে আসেন। তিনিই উদ্যোগ নিয়ে শ্মশান সংলগ্ন বাগানে মিস শেফালির মরদেহ রাখার বন্দোবস্ত করেন।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
বিশিষ্ট অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে মিস শেফালির সঙ্গে তাঁর দেখা হয়েছিল। কাজ নেই বলে কেঁদে ফেলেছিলেন ‘বাংলার হেলেন’।