জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। প্রায় এক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। তবে অবস্থা খারাপ হয় দু’সপ্তাহ আগে। হাসপাতালে নিয়ে গেলে যাওয়া তাঁকে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৮৩ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়, অমল পালেকর ও তনুজা অভিনীত ‘চেনা অচেনা’ ছবি পরিচালনা করেছিলেন পিনাকী। ১৯৯৫ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত ছবি ‘কাকাবাবু হেরে গেলেন?’। কাকাবাবুর চরিত্রে অভিনয় করেছিলেন সব্যসাচী চক্রবর্তী। এই ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: হত্যা রহস্যের তদন্ত, গোয়েন্দার ভূমিকায় রজতাভ
নয়ের দশকে মুক্তি পাওয়া ‘সংঘাত’ ছবির জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পান পিনাকী। ২০০৭ সালের ছবি ‘বালিগঞ্জ কোর্ট’ তাঁকে এনে দেয় দ্বিতীয় জাতীয় পুরস্কার। সৌমিত্র ছাড়াও এ ছবিতে অভিনয় করেছিলেন, মমতা শংকর, মিঠু চক্রবর্তী, তনুশ্রী শংকর ও ভাস্বর চট্টোপাধ্যায়।