হত্যা রহস্যের তদন্ত, গোয়েন্দার ভূমিকায় রজতাভ
RBN Web Desk: হত্যা রহস্যের তদন্ত করতে আসছে নলিনীকান্ত। গত কয়েক বছরে বেশ কিছু থ্রিলার গোত্রের ছবি ও সিরিজ়ে উঠে এসেছে নতুন কয়েকজন বাঙালি গোয়েন্দা ও পুলিশের নাম। বাংলার দর্শক রহস্য ভালোবাসে, তাই সেই কথা মাথায় রেখেই আসছে আরও এক নতুন পুলিশ গোয়েন্দা ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’। সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজ়ে অভিনয় করেছেন রজতাভ দত্ত, সুব্রত দত্ত, রূপসা চট্টোপাধ্যায়, মিশকা হালিম, ছন্দক চৌধুরী ও গৌতম সরকার।
সিরিজ়ের গল্প আদিত্য, শর্মিলা ও শেখরকে ঘিরে। পেশায় কসমেটিক সার্জন ডঃ আদিত্য সেন ও তার স্ত্রী শর্মিলার পনেরো বছরের বিবাহবার্ষিকীতে নিমন্ত্রিত হয়ে আসে আদিত্যর উকিল বন্ধু শেখর। এদিকে আদিত্য ও তার পেশেন্ট নিশার মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে বলে বুঝতে পারে শর্মিলা। যদিও আদিত্য তা স্বীকার করে না। সান্ধ্য পার্টিতে আদিত্য ও শর্মিলার মধ্যে এমন কিছু ঘটে যা আর কেউ না বুঝলেও শেখরের চোখ এড়ায় না।
আরও পড়ুন: হাফপ্যান্ট পরে অভিনয়, কিশোরের প্রস্তাবে সত্যজিতের অট্টহাসি
এর কিছুদিন পরেই খুন হয় শর্মিলা। পুলিশ এলে দেখা যায় আদিত্য সেমিনারে যোগ দিতে মুম্বই গেছে। ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনীকান্ত ডেকে পাঠায় আদিত্যকে। নলিনী আদিত্যকে জানায় শর্মিলা বেঁচে আছে, তবে সে কোমায়। শুনে আদিত্য যেন একটু চমকে যায়। কে খুন করল শর্মিলাকে? নলিনীর তদন্ত কি সঠিক পথে যাবে? সব প্রশ্নের উত্তর দেবে ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’।
সৌমিকের সঙ্গে সিরিজ়ের কাহিনী লিখেছেন অয়ন ভট্টাচার্য। চিত্রনাট্য ও সংলাপ রচনায় রয়েছেন রুদ্র।
কিছুদিনের মধ্যেই ক্লিক ওটিটিতে দেখা যাবে ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’।