জাতীয় সঙ্গীত ব্যবহার, বিতর্কে ‘মিঠাই’
RBN Web Desk: এবার বাংলা টেলিভিশন ধারাবাহিকে জাতীয় সঙ্গীত ব্যবহার ও তার অবমাননার অভিযোগ উঠল। তার জেরেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ‘মিঠাই’ ধারাবাহিকটি বয়কটের ডাক দিয়েছেন দর্শকদের একাংশ। তবে সেটি ভারতের নয়, বাংলাদেশের।
ঠিক কী নিয়ে বিতর্ক?
সম্প্রতি সম্প্রচারিত একটি পর্বে দেখানো হয় যে মোদক পরিবার, যাকে কেন্দ্র করে ধারাবাহিকের গল্প আবর্তিত, সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গাওয়া হয়। অভিযোগ, ধারাবাহিকে এই গানটি সম্প্রচারের সময় শিল্পীরা সবাই বসেছিলেন, কেউ উঠে দাঁড়াননি। তাতেই অপমানিত বোধ করেছেন বাংলাদেশের দর্শকরা। তাঁদের প্রশ্ন, পারিবারিক একটি অনুষ্ঠানে ‘আমার সোনার বাংলা’ গাওয়া হলো কেন, বিশেষ করে সেটি যখন একটি দেশের জাতীয় সঙ্গীত? অন্য কোনও গানও তো গাওয়া যেত।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
এ বিষয়ে চ্যানেল বা প্রযোজনা সংস্থা কোনও প্রতিক্রয়া দিলেও, অন্য দর্শকরা বলছেন যে ধারাবাহিকে ‘আমার সোনার বাংলা’ একটি রবীন্দ্রসঙ্গীত হিসেবেই ব্যবহৃত হয়েছে, কোনও দেশের জাতীয় সঙ্গীত হিসেবে নয়। তাই ‘আমার সোনার বাংলা’ গানটিকে কোনওরকম অপমান করা হয়নি।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর হাইকোর্টের আদেশানুসারে ভারতের জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়।