ধূমাবতীর চরিত্রে টেলিভিশনে ফিরছেন ইশানী
RBN Web Desk: বাংলা টেলিভিশনে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ইশানী সেনগুপ্ত। একটি বেসরকারী বিনোদনমূলক চ্যানেলের ‘মঙ্গলচণ্ডী’ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। এই ধারাবাহিকে ধূমাবতীর চরিত্রে অভিনয় করবেন তিনি।
চ্যানেল সূত্রে জানা গেছে যে ইশানীকে সাদা পোশাক এবং সোনার গয়না পরিহিত লুকে দেখা যাবে এই ধারাবাহিকে। তাঁর ত্বকের স্বাভাবিক রংও পাল্টে দেওয়া হবে এক বিশেষ ধরণের মেকআপের সাহায্যে।
আরও পড়ুন: সেঞ্চুরি পেরলো ‘গোত্র’
খুল্লনা ও ধনপতির প্রেম কাহিনী নিয়ে নির্মিত ‘মঙ্গলচণ্ডী’ ইতিমধ্যেই ১০০ পর্ব পার করেছে। এই দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন অদ্রিজা আঢ্য রায় ও শমিক চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নবনীতা মালাকার ও শ্রেয়শ্রী রায়।
এর আগে আলোয় ভূবন ভরা ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ইশানী।