এবার বড়পর্দায় নন্টে-ফন্টে, সুপারিনটেনডেন্ট স্যার
RBN Web Desk: সাহিত্যিক নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি নন্টে-ফন্টে কমিকস। সেই কমিকস এবার জীবন্ত হয়ে ধরা দিতে চলেছে সিনেমার পর্দায়। নন্টে-ফন্টেকে নিয়ে প্রথমবার পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। কমিকসের নামেই ছবির নাম। অভিনয়ে রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, সোহম বসু রায় চৌধুরী, কৃষ্ণ বন্দোপাধ্যায়, সোহম বসু, অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, লামা, কাঞ্চনা মৈত্র, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথি দেব, পুলকিতা, মনোজ্যোতি মুখোপাধ্যায় ও নিমাই ঘোষ।
নন্টে-ফন্টের কমিকস মূলত স্কুলে পড়া দুটি দুরন্ত বাচ্চাকে নিয়ে। এর সঙ্গে যোগ হয় পিসেমশাই, কেল্টুদা, সুপারিনটেনডেন্ট স্যারের মতো চরিত্রগুলি। ছবিতে দেখা যাবে ১২ বছরের দুই স্কুলপড়ুয়ার জ্বালায় হীরাগঞ্জ ও মোতিগঞ্জের সবাই অতিষ্ট। অগত্যা দুজনকে হাতিস্যারের হোস্টেলে পাঠানো মনস্থ করে তাদের পরিবার। আলাদাভাবে এলেও হোস্টেলে এসে দুজনের ঠাঁই হয় একই ঘরে। শুরু হয় লড়াই। নন্টে কখনও ফন্টেকে জব্দ করতে চায় তো ফন্টেও চায় নন্টেকে মজা দেখাতে।
আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার
এসব করতে করতেই একদিন তারা ধরে ফেলে কাঁকড়া চোরকে। কাঁকড়া আবার ড্রাগন পরিবারের সদস্য। ড্রাগনের স্বপ্ন হলো গোটা শহরটাকে চোর-ডাকাত দিয়ে ভরিয়ে ফেলা। চোর ধরে হাতিস্যারের প্রশংসা পায় নন্টে-ফন্টে। সেই প্রশংসা সহ্য হয় না কেল্টুদার। ওদিকে আবার সুন্দরবনে বাঘের খোঁজে বেরিয়ে পড়তে হয় সবাইকে। সেখানে শুরু হয় অন্য বিপত্তি। সকলে মিলে শেষে এসে পড়ে ড্রাগনের খপ্পরে। এবার কী হবে? ড্রাগন তো সকলকেই চোর-ডাকাত বানিয়ে দেবে!
কাঁকড়ার ভূমিকায় অম্লান
ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। ছবিতে কাঁকড়া চোরের ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। “‘নন্টে ফন্টে’র চিত্রনাট্য লেখা এক আলাদা অনুভূতি,” বললেন অম্লান। “নারায়ণবাবু নিজে আমার হাতে আটশো কমিকস তুলে দিয়েছিলেন। যদিও প্রায় সবই আগে পড়া ছিল, তবু স্বয়ং লেখকের হাত থেকে এ জিনিস পাওয়া ভাগ্যের ব্যাপার। উনি নিজে এসেছিলেন শুটিং দেখতে। কাগজ চেয়ে নিয়ে এঁকেছিলেন নন্টে-ফন্টের ছবি। এসব স্মৃতি ভোলার নয়। কমিকস নিয়ে প্রথম ছবি, অভিনয় ও চিত্রনাট্যের সঙ্গে যুক্ত হতে পেরেছি, এ আমার পরম সৌভাগ্য।”
বৃজ জালানের উদ্যোগে নির্মিত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। চিত্রগ্রহণে থাকছেন আয়ুব আলি খান। শিল্প নির্দেশনায় আছেন সমর হালদার।
১৯ মে মুক্তি পাবে ‘নন্টে ফন্টে’।