‘গুন্ডা’ করা উচিৎ হয়নি মিঠুনের, মত পুত্রের
RBN Web Desk: সাড়ে তিনশোর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন তিনটি জাতীয় পুরস্কার। হিন্দি ছবির প্রথম ডান্সিং স্টার বলা হয় তাঁকে। তবু ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুন্ডা’ ছবিতে মিঠুন চক্রবর্তীর অভিনয় করা উচিৎ হয়নি বলে মনে করেন তাঁর পুত্র নমশির। কান্তি শাহ পরিচালিত এই ছবিতে মিঠুন ছাড়াও অভিনয় করেছিলেন মুকেশ ঋষি, শক্তি কাপুর ও রামি রেড্ডি।
নমশিরের মতে, ‘গুন্ডা’ একটি কুখ্যাত ছবি। এই ছবিতে এক কুলির চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। সেই সময় বহু কলেজ ছাত্রী ছবিটিকে অশ্লীল বলে সেন্সর বোর্ডের কাছে অভিযোগ করে। মুক্তির পরপরই প্রেক্ষাগৃহ থেকে ছবিটি তুলে নেওয়ার নির্দেশ জারি করে সেন্সর বোর্ড।
আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার
নমশির বলেছেন, ‘গুন্ডা’ ছবিটি তাঁর বাবার কেরিয়ারের প্রচুর ক্ষতি করেছিল। ছবিটি খারাপ, এ বিষয়ে কোনও সন্দহ নেই বলে মনে করেন তিনি।
শীঘ্রই রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ব্যাড বয়’ ছবিতে ডেবিউ করতে চলেছেন নমশির।