বোমা ফেটে জখম সঞ্জয় দত্ত
RBN Web Desk: শুটিং চলাকালীন বোমা ফেটে জখম হলেন অভিনেতা সঞ্জয় দত্ত। বেঙ্গালুরুর কাছেই মাগাড়ি রোডে চলছিল কন্নড় ছবি ‘কেডি’র শুটিং। ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সঞ্জয়। অ্যাকশন কোরিওগ্রাফার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল শুটিং। আজ সেখানেই বিস্ফোরণে আহত হন সঞ্জয়। তাঁর মুখে, হাতে ও কনুইয়ে চোট লেগেছে বলে জানা গেছে। আপাতত বন্ধ রাখা হয়েছে শুটিং।
কন্নড় ছাড়াও তেলুগু, তামিল, মালয়ালম ও হিন্দিতে মুক্তি পেতে চলেছে ‘কেডি’। শুটিং চলাকালীনই সেটে ফেটে যায় বোমা। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছেন অভিনেতা। তবে, তিনি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে বলেই জানা গেছে।
আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার
ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন সঞ্জয়। মুখ্য চরিত্রে রয়েছেন ধ্রুব সারজা। ১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে বাঁধা হয়েছে ছবির চিত্রনাট্য।