নবীন সঙ্গীত পরিচালকদের আরও বেশি গান শোনার পরামর্শ নচিকেতার
RBN Web Desk: নবীন সঙ্গীত পরিচালকদের আরও বেশি গান শোনার পরামর্শ দিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। নব্বই দশকের মাঝামাঝি তাঁর গাওয়া ‘কুয়াশা যখন’ ধারাবাহিকের শীর্ষসঙ্গীত তুমুল জনপ্রিয় হয়েছিল শ্রোতামহলে। সিকিশতক পেরিয়ে সেই কুয়াশার গানেই ফিরলেন নচিকেতা। সম্প্রতি রণজয় ভট্টাচার্যের সুরে, পরিচালক অর্ণব মিদ্যার ছবি ‘সেদিন কুয়াশা ছিল’র গান রেকর্ডিং করলেন নচিকেতা। গানটির কথা ও সুর রণজয়ের।
নবীন সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজের প্রসঙ্গে নচিকেতা রেডিওবাংলানেট-কে জানালেন, “আমি তো চিরকাল নতুনদের নিয়েই কাজ করেছি। ছবি ছাড়াও এই মুহূর্তে প্রচুর গান তৈরি হচ্ছে। আমি নিজেও কাজ করছি। আমি যেটুকু কাজ করি সেটা নতুনদের নিয়েই করি। ‘কুয়াশা যখন’-এ যখন প্রথমবার সঙ্গীত পরিচালনার দায়িত্ব পাই, তখনও নতুনদের দিয়ে গাইয়েছি।”
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে কেমন লাগছে? তাঁদের সুরে গাইবার সময় এতদিনের কাজের অভিজ্ঞতা থেকে কোনও পরামর্শ দেন কি তিনি?
“এই মুহূর্তে খুব ভালো কাজ করছে অনেকেই,” বললেন নচিকেতা। “ওরা যেভাবে বলে, আমি সেইভাবে গাওয়ার চেষ্টা করি। আমি শুধু একটু বেশি গান শুনতে বলি। একটা গান বানাতে গেলে পঞ্চাশটা গান শোনা দরকার, এটুকুই আমার বলার। তবে প্রত্যেকেই যথেষ্ট যোগ্য এটা বলতে পারি,” বললেন নচিকেতা।
“রণজয় সুযোগ্য একজন কম্পোজ়ার। রণজয়ের গায়কীটা আমার গানের থেকে একদম আলাদা। আমার কাছে এটা একটা চ্যালেঞ্জও ছিল। আমাকে সেটার জন্য সময় দিতে হয়েছে, বারবার শুনে রিহার্সল করে তবে গানটা আমরা রেকর্ড করেছি। সেই জন্যই খুব ভালো লেগেছে গানটা গেয়ে। রণজয় আসলে খুব মিউজ়িক্যাল একটা ছেলে, ওর সঙ্গে কাজ করাটা খুবই আনন্দের।”
অর্ণব (বাঁদিকে) ও রণজয়ের সঙ্গে
তাঁর সুরে নচিকেতার গান গাওয়া প্রসঙ্গে উচ্ছ্বসিত রণজয় বললেন, “এটা ছবির টাইটেল ট্র্যাক। গানটা যখন তৈরি হয় তখনই আমার ইচ্ছে ছিল যদি নচিদাকে দিয়ে গাওয়ানো যায়। অর্ণবও রাজি হয়ে গেল। তখন আমরা ওঁকে গানটা শোনাই। ওঁর এই গানটা খুব পছন্দ হয়। উনি রাজি হলেন গানটা গাইতে।”
ছবির শীর্ষসঙ্গীত ‘সেদিন কুয়াশা ছিল’ গানটিতে কুয়াশা ও রহস্যের একটা আবহ থাকবে বলে জানালেন রণজয়, যা ছবির কাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে বানানো হয়েছে।
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
“আমি ছোট থেকেই নচিদার ফ্যান। তাই এটা আমার কাছে একটা স্বপ্নপূরণ বলা যায়,” বললেন রণজয়। “অন্তত একটা কাজ করার ইচ্ছে তো ছিলই, তবে সেটা কবে হবে জানতাম না। উনি যে ধরনের গান গাইতেন, তার থেকে এই কম্পোজ়িশনটা একেবারেই আলাদা। সেটা উনি নিজেও বলেছেন। গানের চলনটাও একদম অন্যরকম।”
শীর্ষসঙ্গীত ছাড়াও ছবিতে আরও দুটি গান থাকবে। তবে সেগুলির শিল্পী নির্বাচন এখনও হয়নি বলে জানালেন রণজয়।