আরও সঙ্কটজনক রাজু, ব্রেন ডেথের আশঙ্কা
RBN Web Desk: আরও সঙ্কটজনক অবস্থায় রাজু শ্রীবাস্তব। ১০ আগস্ট দিল্লির একটি হোটেলের জিমে এক্সারসাইজ় করার সময় তাঁর বুকে ব্যথা শুরু হয়। মাটিতে লুটিয়ে পড়েন রাজু। তাঁকে সঙ্গে-সঙ্গে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) ভর্তি করা হয়। পরে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। এখনও ভেন্টিলেশেনেই রয়েছেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান।
হাসপাতাল সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় রাজুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁর রক্তচাপ অনেকটাই কমে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ পদ্মা শ্রীবাস্তবকে ডেকে পাঠানো হয়েছে। আজ কলকাতা থেকে দিল্লিগামী বিমানে উঠবেন পদ্মা।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
আজ, কিছুক্ষণ আগে, রাজুর ঘনিষ্ট বন্ধু সুনীল পাল এক ভিডিওবার্তায় তাঁর জন্য সবাইকে প্রার্থনা করতে বলেছেন। রাজুর মস্তিষ্ক আর কাজ করছে না বলে জানিয়েছেন তিনি।
‘তেজ়াব’, ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘বাজ়িগরে’র মতো ছবিতে পার্শ্বচরিত্রে কাজ করেছেন রাজু। পরবর্তীকালে স্ট্যান্ডআপ কমেডির পেশা বেছে নেন তিনি।