ঋত্বিক, মৃণাল, সত্যজিতের পৈতৃক বাড়ি সংরক্ষণের দাবি তুলল চলচ্চিত্র সংগঠন
RBN Web Desk: ঋত্বিক ঘটক, মৃণাল সেন ও সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি সংরক্ষণের দাবি তুলল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ় অফ বাংলাদেশ। ফেডারেশনের তরফ থেকে এর জন্য আগামীকাল বিকেলে ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলীরা, সাহিত্যিক, নাট্যকার এবং অন্যান্য বিশিষ্টজন এই কর্মসূচিতে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
ফেডারেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে কিশোরগঞ্জের মশুয়ায় অবস্থিত সত্যজিতের পৈতৃক বাড়িতে তাঁর ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও বাবা সুকুমার রায় বহু বছর বসবাস করেন। তাই ঐতিহাসিক কারণেও এই বাড়ির সংরক্ষণ অত্যন্ত জরুরী। এদিকে রাজশাহীর মিয়াপাড়ায় ঋত্বিকের বাড়িতে রয়েছে ‘মেঘে ঢাকা তারা’ পরিচালকের একাধিক স্মৃতিচিহ্ন। বিজন ভট্টাচার্য ও মহাশ্বেতা দেবীর মতো নাট্যকার-সাহিত্যিকদেরও যাতায়াত ছিল এই বাড়িতে। ফরিদপুরের ঝিলতুলি এলাকায় মৃণাল সেনের পৈতৃক বাড়িতেও রয়েছে সম্প্রতি প্রয়াত চলচ্চিত্র পরিচালকের একাধিক স্মৃতিচিহ্ন। তিনটি বাড়িই সংরক্ষণের এবং চলচ্চিত্র চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে ফেডারেশন।
আরও পড়ুন: সৃজিতের ফেলুদা সিরিজ়ে অন্যতম মুখ্য চরিত্রে ঋষি কৌশিক
সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রককেও এই ব্যাপারে স্মারকলিপি দেওয়া হবে। তবে সংরক্ষণের জন্য গনসচেতনতা বাড়ানোই আসল কাজ বলে মনে করেন ফেডারেশন কর্তৃপক্ষ।