‘মিথ্যে কথা’য় জড়ালেন জন, সঞ্জনা
RBN Web Desk: অনুঘটকের ভূমিকায় অনুপম রায়। তাঁরই প্ররোচনায় মিথ্যে কথায় জড়ালেন জন ভট্টাচার্য ও সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তবে বাস্তবে নয়, একটি গানের ভিডিয়োয়।
দিন দুয়েক হল মুক্তি পেয়েছে অনুপমের নতুন গান ‘মিথ্যে কথা’। তারই ভিডিয়োতে নাচলেন জন ও সঞ্জনা, ইতিমধ্যেই যার হিটসংখ্যা সাড়ে পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জন। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে হ্যারি সিংহ রায়ের চরিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নেন তিনি। এরপর একে একে এসেছে ঠিক যেন লাভ স্টোরি, নাগলীলা ও মায়ার বাঁধনের মত হিট ধারাবাহিক।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
অন্যদিকে সঞ্জনা প্রথম বড় পর্দায় আসেন পরিচালক পরিক্ষীত বসুর ছবি ফিদা-তে। জুলাই মাসে মুক্তি পায় এই ছবি। মাসকটে জন্ম হলেও বর্তামানে কর্মসূত্রে কলকাতায় থাকেন সঞ্জনা।
অনুপম নিজেও রয়েছেন তাঁর এই গানের ভিডিয়োতে।