নতুন ষড়যন্ত্রের মুখোমুখি শঙ্খ ও মোহর
RBN Web Desk: দুচোখে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতায় পড়তে আসা মফস্বলের মেয়ে মোহর ইতিমধ্যেই নতুন প্রজন্মের কাছে লড়াইয়ের মুখ হয়ে উঠেছে। কলকাতার কলেজে ভর্তি হওয়া, সেই কলেজের শিক্ষক শঙ্খর সঙ্গে সম্পর্কের পরিণতি, সব পরীক্ষাই মোহরকে লড়াই করে পাস করতে হয়েছে।
এবার অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে মোহরও যায় কলেজের শিক্ষামূলক ভ্রমণে। সেখানে গিয়ে একান্তে নবদম্পতি শঙ্খ ও মোহর কিছুটা সুন্দর সময় কাটায়। কিন্তু বাধ সাধে ওই কলেজের আর এক শিক্ষিকা তথা শঙ্খর প্রাক্তন বাগদত্তা শ্রেষ্ঠা। বারবার মোহরের কাছে হেরে যাওয়া শ্রেষ্ঠা এবার তাদের সুখের সংসার চুরমার করে দেওয়ার শপথ নেয়। মোহরের জীবন ওলোটপালট করে দিতে ষড়যন্ত্রের ছক কষে শ্রেষ্ঠা।
আরও পড়ুন: রেগে আগুন কমল মিত্র, সুবিধা হলো সত্যজিতের
মোহরের বিরুদ্ধে এক্সকারশনে এসে কলেজের এক জুনিয়রের প্রতি অবহেলা করা এবং স্বামীর সঙ্গে অনৈতিকভাবে সময় কাটানোর মিথ্যে অভিযোগ আনে শ্রেষ্ঠা। মোহরকে আরও কোণঠাসা করে তুলতে শ্রেষ্ঠা দাবী করে, এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য মোহরকে শিক্ষাক্ষেত্র থেকে বহিষ্কার করা উচিত।
শ্রেষ্ঠার ষড়যন্ত্রে আবার কোন বিপদের মুখোমুখি হবে মোহর? শঙ্খ কি পারবে মোহরকে নির্দোষ প্রমাণ করতে?
এসবই জানা যাবে আগামীকাল রাত ৮টায় স্টার জলসায় ‘মোহর’ ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্বে।