উঠতি অভিনেতার লড়াই নিয়ে ‘সব চরিত্ররা’

RBN Web Desk: সঠিক সুযোগের অপেক্ষায় বহু প্রতিভা অন্ধকারে হারিয়ে যায়। তেমনই একজন কুশল। নিজের অভিনয় প্রতিভা নিয়ে কুশলের মনে কোনও সন্দেহ নেই। তবু সুযোগ মেলে কই! এই আক্ষেপ নিয়েই সে এগিয়ে চলছিল। হঠাৎ একদিন তার বাড়িতে এসে হাজির হয় এক আগন্তুক। যদিও সে নিজের পরিচয় দেয়, কুশলের কেন যেন ঠিক বিশ্বাস হয় না লোকটিকে। আগন্তুকের পরিচয় ও কুশলের সন্দেহ, এই দ্বন্দ্ব ও সাসপেন্স নিয়েই তৈরি হয়েছে পরিচালক দীপের স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘সব চরিত্ররা’। অভিনয়ে রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার ও রানা বসু ঠাকুর।

“এখানে আমার চরিত্র একজন উঠতি অভিনেতার যে বিভিন্ন জায়গায় ছবি জমা দিচ্ছে,” বললেন ঋতব্রত। “লোকজনকে বলছে, পারলে আমার নাটক দেখবেন, যদি মনে হয় কাজ দেবেন। ‘সব চরিত্ররা’ পারফরমেন্সভিত্তিক ছবি, যেখানে চিত্রনাট্যের জোরটাই আসল। সবচেয়ে বড় কথা একটা শর্ট ফিল্ম মানেই খুব হুড়োহুড়ি করে কাজ করা এমন নয়। বরং বেশ ধরে-ধরে আমরা সকলে কাজটা নিয়ে ভাবছি। শুট শুরু হওয়ার আগে এইগুলো নিয়ে যে ভাবনাচিন্তা করতে পারছি সেটা সব ক্ষেত্রে হয় না।”

আরও পড়ুন: যদি টেনশন না দিলে প্রাণে

অচেনা আগন্তুকের চরিত্রে রয়েছেন দেবরাজ। তিনি জানালেন, “খুব ইন্টারেস্টিং একটা প্লট। এরকম চরিত্র পাওয়া খুব চ্যালেঞ্জিং ব্যাপার। এখানে আমি ঋতব্রতর জীবনে হঠাৎ করে হাজির হয়ে তার জীবনটা ঘেঁটে দিয়ে যাচ্ছি। এর বেশি গল্প বলা যাবে না। তবে ‘বল্লভপুরের রূপকথা’য় যেরকম প্রথমবার বড় চরিত্র করেছি, তেমন এখানেও আমার চরিত্রটা গল্পের মূল ধারক বলা চলে। আর এখানে চরিত্রটা আগাগোড়াই সিরিয়াস।”



একটু অন্য ধরণের চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা। “আমার চরিত্রের নাম বনি। সে টমবয় টাইপের। বনি খুব স্পষ্টবাদী ও খোলা মনের মানুষ। এই গল্পে অনেকগুলো চরিত্র রয়েছে, তার মধ্যে আমিও একজন। এছাড়া আমার চরিত্রে একটা টুইস্ট আছে যেটা এখনই বলা যাবে না। তবে এরকম মনস্তাত্বিক চরিত্র আমি আগে করিনি,” বললেন প্রিয়াঙ্কা। 

আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার

সম্প্রতি একটি ওয়েব সিরিজ় পরিচালনা করে ফেললেও নিজের চার বছরের পুরনো গল্পের ওপর স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি নিয়ে খুবই উৎসাহী দীপ। বললেন, “এই গল্পটা মনস্তাত্বিক ড্রামা বলা চলে। এটা ঠিক যে এই গল্প নিয়ে বড় ছবিও করা যেত। তবে শর্ট ফিল্ম করার একটা চ্যালেঞ্জ আছে, স্বল্প সময়ের ভেতর একটা গল্প বলা খুব সহজ নয়। আমার প্রযোজককে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা সময়ে যেখানে শর্ট ফিল্ম নিয়ে কেউ ভাবতে রাজি নয়, সেখানে তিনি এটা করতে চেয়েছেন।”

সব মিলিয়ে তিনদিনের শুটিং। পুরোটাই ইনডোরে হবে। কবে নাগাদ ‘সব চরিত্ররা’ মুক্তি পাবে তা এখনই বলা যাচ্ছে না বলে জানালেন দীপ।

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *