অঞ্জন মিত্র প্রয়াত
কলকাতা: চলে গেলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র৷ আজ ভোর ৩:১০ নাগাদ বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।
বহু বছর ধরে মোহনবাগান প্রশাসনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন অঞ্জন। ক্লাবের অর্থ সচিব হিসেবে পথচলা শুরু করেন তিনি। ১৯৯৫ সালে তিনি ক্লাবের সচিব হন। দীর্ঘ ২৩ বছর সচিব থাকার পর, ২০১৮ সালে মোহনাবাগানের প্রশাসক হিসেবে বিদায় নেন। সচিব থাকাকালীন ক্লাবের আধুনীকিকরণে জোর দেন অঞ্জন।
অঞ্জন মিত্র: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
আজ সকালে হাসপাতাল থেকে অঞ্জনের মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাসভবনে। সেখান থেকে সকাল ১১.০০ নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে ক্লাব তাঁবুতে। বিকেল ৩.৩০ নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
অঞ্জনের প্রয়াণে ময়দানে শোকের ছায়া। আজ সকালে মোহনবাগানের সব অনুশীলন বাতিল করা হয়।