জন্মদিনে ‘সোহাগে আদরে’ ভরিয়ে দিলেন অনুপম
RBN Web Desk: ২৯ মার্চ ছিল তাঁর জন্মদিন। আর সেদিন সন্ধ্যায় মুক্তি পেল তাঁর কণ্ঠে ‘বেলাশুরু’ ছবির গান ‘সোহাগে আদরে’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বেলাশুরু’ ছবির কাজ শেষ হয়ে গেলেও করোনা পরিস্থিতির কারণে প্রায় আড়াই বছর ক্যানবন্দী হয়ে পড়েছিল। ২০১৫ সালে মুক্তি পায় নন্দিতা-শিবপ্রসাদের ছবি ‘বেলাশেষে’। এই ছবির দুই মুখ্য চরিত্র বিশ্বনাথ ও আরতির ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে ছিলেন শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রানী দত্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজয়প্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়। সেই ছবিরই সিক্যুয়েল ‘বেলাশুরু’। ছবির গল্প পাল্টালেও অভিনেতারা একই থাকছেন।
‘বেলাশেষে’র মাধ্যমে নন্দিতা-শিবপ্রসাদ জুটির সঙ্গে যাত্রা শুরু হয় অনুপমের। “‘ওভাবে কেন’ গানটা শুনেই শিবুদার পছন্দ হয়ে যায়,” জানালেন অনুপম। “এই গানটা আমার কাছেও ভীষণ স্পেশাল। একদিকে আমার কন্ঠ ভেসে আসছে আর পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় শান্তিনিকেতনের রাস্তায় হাঁটছেন। এতদিন অপেক্ষা করার পর ‘সোহাগে আদরে’ মুক্তি পেল, ভীষণ ভালো লাগছে।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
সবাই আছে তবু একটা শূন্যতা চারদিকে। পর্দায় সোনাঝুরির হাটে হাতে হাত রেখে হাঁটছেন সৌমিত্র-স্বাতীলেখা। বাস্তবে তাঁরা আজ শত আলোকবর্ষ দূরে। সেটা মেনে নিয়েই শিবপ্রসাদ বললেন, “শিল্পীর কখনও মৃত্যু হয় না। কাজের মাধ্যমেই তাঁরা অমর হয়ে থাকেন। তবু মনটা আজ সত্যিই বিষণ্ণ।”
অনুপমের গান প্রসঙ্গে শিবপ্রসাদ বললেন, “ওর শব্দচয়ন আমার ভীষণ ভালো লাগে। ‘ওভাবে কেন’ গানটায় একটা লাইন ছিল ‘মৃত নদীর মত শীতে’। এই কথাটা আমার হৃদয় স্পর্শ করেছিল। আশা রাখি ‘সোহাগে আদরে’ গানটিও সবার ভালো লাগবে।”
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
সৌমিত্র-স্বাতীলেখা স্মৃতিচারণে সুজয়প্রসাদ বললেন, “সত্যজিৎ রায়ের পর একমাত্র নন্দিতাদি-শিবপ্রসাদই সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তকে পর্দায় জুটি হিসেবে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। সেটা কোনওভাবেই সন্দীপ-বিমলার ইমোশনকে টেনে নয়। একদম নতুনভাবে একটা ভালোবাসার, প্রেমের গল্প তৈরি করেছেন তাঁরা। আমার এখনও মনে আছে, ‘বেলাশেষে’ ছবিতে আমার প্রথম শট ছিল সৌমিত্রবাবুর সামনে বসে এস্রাজ বাজানোর দৃশ্যটি। স্বভাবতই ভীষণ নার্ভাস ছিলাম, কিন্তু উনি ভীষণ সহজভাবে আমাদের সঙ্গে মিশে যেতেন।”
ছবির গল্প নিয়ে সেভাবে মুখ খুলতে চাইলেন না কেউ।
“‘বেলাশুরু’ একটি আদ্যোপান্ত প্রেমের ছবি, একসঙ্গে মিলেমিশে থাকার ছবি। যে সময় বিভিন্ন ছবি এবং ওয়েব সিরিজ় বিচ্ছেদ, দুঃখ এসবের গল্প বলতে বেশি আগ্রহী, সেখানে নন্দিতাদি এবং শিবপ্রসাদ একসঙ্গে থাকার গল্প বলেন,” বললেন সুজয়।
অনুপম রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় মোট ছ’টি গান থাকছে এই ছবিতে।
২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বেলাশুরু’।
ছবি: গার্গী মজুমদার