আবারও একসঙ্গে দেব-সৌমিতৃষা?

RBN Web Desk: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব ও সৌমিতৃষা কুন্ডু অভিনীত ‘প্রধাণ’। একাধিক প্রেক্ষাগৃহে হাউজ়ফুলও হয়েছে ছবিটি। অভিজিৎ সেনের পরিচালনায় দেব ও সৌমিতৃষা ছাড়াও ছবিতে রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর ও অনির্বাণ চক্রবর্তী।

২৫ ডিসেম্বর দেবের জন্মদিনে তাঁকে নিয়ে নতুন ছবি ‘টেক্কা’ ঘোষণা করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এ ছবিতে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্রও। জানুয়ারির প্রথম সপ্তাহেই শ্যুটিং শুরু হওয়ার কথা। পুজোয় মুক্তি পাবে ‘টেক্কা’।

আরও পড়ুন: ঠাকুরের নাম এক

এদিকে দেব-সৌমিতৃষা জুটির আরও একটি ছবির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে শীঘ্রই। শোনা যাচ্ছে কয়লাখনি অঞ্চলের রাজনীতি ও জীবনযাত্রা নিয়ে একটি ছবিতে আবারও এই জুটিকে দেখা যাবে। ছবির সম্ভাব্য নাম ‘খাদান’, পরিচালনার দায়িত্বে থাকতে পারেন সুজিত দত্ত।

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *