বিক্রির মুখে মৃণাল সেনের পদ্মপুকুরের ফ্ল্যাট
RBN Web Desk: বিক্রি হতে চলেছে মৃণাল সেনের পদ্মপুকুরের ফ্ল্যাট। ২০১৮ সালের ২৩ ডিসেম্বর প্রয়াত হন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এই চিত্র পরিচালক। তার পর থেকে খালিই পড়ে থাকত এই ফ্ল্যাটটি। তাঁর পরিচালিত শেষ ছবি ‘আমার ভুবন’ মুক্তি পায় ২০০২ সালে।
মৃণালবাবুর পুত্র কুণাল সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বাবার স্মৃতি বিজড়িত অধিকাংশ জিনিসই আর পদ্মপুকুরের ফ্ল্যাটে নেই। তাঁর চিত্রনাট্যের পাণ্ডুলিপি, স্টিল ছবি, চিঠি ও অন্যান্য কাগজপত্রের বেশিরভাগই গবেষণার জন্য নিয়ে গিয়েছে বিদেশী বেশ কয়েকটি নামী বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: লুকোনো আয়নায় নিজেকে চেনার প্রয়াস, মঞ্চস্থ হলো ‘প্রতিবিম্ব’
দীর্ঘ ১৫ বছর পদ্মপুকুরের ফ্ল্যাটেই কাটিয়েছিলেন ‘কলকাতা-৭১’ এর পরিচালক। স্ত্রী গীতা সেনের মৃত্যুর পর ওই ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। পুত্র কুণাল কয়েক দশক ধরে বিদেশে কর্মরত। এই ফ্ল্যাটের দেখভাল করতেন মৃণালবাবুর চিকিৎসক। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখন তাঁর পক্ষেও আর নিয়মিত দেখভাল করা সম্ভব হচ্ছে না। তাই ফ্ল্যাটটি বিক্রি করা ছাড়া আর কোনও উপায় নেই।