ফের মীরাক্কেল, এবার আক্কেল চ্যালেঞ্জার ১০
RBN Web Desk: ছোট পর্দায় ফিরছে মীরাক্কেল। এবারের সংস্করণ আক্কেল চ্যালেঞ্জার ১০। চ্যানেল সূত্রের খবর, এবার একেবারে অন্যরূপে দেখা যাবে মীর-কে। ইতিমধ্যেই নাকি এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই সঞ্চালক-অভিনেতা।
২০০৬ সালে একটি বাংলা বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে শুরু হয় মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার। শুরুর বছরেই সাংঘাতিক জনপ্রিয় হয় এই স্ট্যান্ডআপ কমেডি শো। পরবর্তী বছরগুলোতে আরও বাড়তে থাকে জনপ্রিয়তা। বাংলাদেশ থেকেও আসতে থাকে প্রতিযোগী। পড়শি দেশেও বিপুল জনপ্রিয়তা লাভ করে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার।
রসবোধ গোল্লায়, হাতে শুধু রসগোল্লা
মীরের সঞ্চালনায় আক্কেল চ্যালেঞ্জারে বিচারকের আসনে থাকেন পরাণ বন্দোপাধ্যায়, শ্রীলেখা মিত্র ও রজতাভ দত্ত। এছাড়া বিশেষ পর্বও থাকে এই শো-তে। বিনোদন জগতের বাইরে কৃতী মানুষরাও উপস্থিত হন সেই পর্বে। বিভিন্ন সময়ে অতিথি বিচারক হিসেবে আক্কেল চ্যালেঞ্জারে উপস্থিত থেকেছেন ঋতুপর্ণ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুরের মত মানুষরা।