দেবী চৌধুরানী: আসছে নতুন মোড়
RBN Web Desk: ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের সাপ্তাহিক টিআরপি তালিকায় খুব একটা ভালো জায়গায় নেই দেবী চৌধুরাণী। তাই ধারাবাহিকটিতে দর্শকের আগ্রহ জাগিয়ে রাখতে হামেশাই আনতে হচ্ছে নতুন মোড়।
এর আগের সপ্তাহে দেখানো হয়েছে ঘুমন্ত প্রফুল্লকে বনবাসে পাঠিয়ে দেয় তার নিকট আত্মীয়রা। তার দিদিই যে এ কাজ করতে পারে, তা সে ভাবতেই পারেনি। তাও প্রফুল্ল ফিরে আসতে সক্ষম হয়।
এই সপ্তাহে আবার কাহিনিতে আসছে নতুন মোড় । টিআরপি বাড়ানোর লক্ষ্যে আপাতত একেই বাজি ধরছে প্রযোজক সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ।
সন্ন্যাসী রাজা, নাকি রাজকীয় প্রতারক?
নতুন ট্র্যাকে, মানুষ বিক্রীর এক অসাধু ব্যবসায় জড়িয় পড়বে প্রফুল্ল। তাও সে কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হবে। পালাতে-পালাতে প্রফুল্ল প্রবেশ করবে এক গভীর জঙ্গলে। এই জঙ্গলের মধ্যেই সে দেখতে পাবে এক বৃদ্ধকে, যার মৃত্যু আসন্ন। তাকে বাঁচানোর সব প্রচেষ্টাতেই ব্যর্থ হবে প্রফুল্ল। মারা যাওয়ার আগে প্রফুল্লকে বিপুল সম্পত্তির সন্ধান দিয়ে যাবে এই বৃদ্ধ। সম্পত্তির পরিমাণ দেখে হতবাক হয়ে যাবে প্রফুল্ল। সে মনে-মনে প্রতিজ্ঞা করবে, এই সব সম্পত্তি সে বিলিয়ে দেব দীন দরিদ্র্ মানুষের মধ্যে। এইসব মানুষেরই দেবী হয়ে উঠবে প্রফুল্ল।