টেলিপর্দায় ব্রতকথা
RBN Web Desk: প্রায় সবকটি টেলিভিশন চ্যানেল নিয়মিত নতুন ধারাবাহিক নিয়ে উপস্থিত হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই ধারাবাহিকগুলিকে চেনা গতের মধ্যেই ঘুরপাক খেতে দেখা যায়। তবে এবার পরিচিত শাশুড়ি-বৌমার তর্যা ছেড়ে টেলিপর্দায় আসছে বাংলার ঘরে-ঘরে প্রচলিত ‘মেয়েদের ব্রতকথা’।
প্রায় প্রত্যেকের বাড়ির মা-বোনকেই দেখা যায় কোনও না কোনও বিশেষ তিথি উপলক্ষে উপবাস পালন করতে। কিন্তু কেন এই উপবাস? কোন দেবতা বা দেবীকে তুষ্ট করতে কোন তিথিতে উপবাস রাখা হয়? কেনই বা এই বিশেষ রীতি প্রচলন? এর উত্তর কোনও নিরস তথ্যভাণ্ডারের বদলে বেরিয়ে আসে একেকটি ঘটনাবহুল ব্রতকথা। এইসব ব্রতকথাগুলিকেই একত্র করে নির্মিত হয়েছে আকাশ আট চ্যানেলের এই নতুন ধারাবাহিক।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
‘মেয়েদের ব্রতকথা’র এক একটি কাহিনীর পরিচালনার দায়িত্বে থাকবেন একেকজন পরিচালক। এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দোলন রায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়, তিতলি আইচ ও সৌপ্তিক চক্রবর্তীরা।
ধারাবাহিকটি সম্পর্কে অন্যতম দুই পরিচালক ঈশিতা সুরানা পোদ্দার ও প্রিয়াঙ্কা সুরানা বারদিয়া সংবাদমাধ্যমকে জানালেন, “টেলিভিশনেরইতিহাসে এই ধরণের ধারাবাহিক এই প্রথম। মানুষের জীবনে যখন বিপদ ঘনায়, তখন তাঁরা অতিলৌকিক ক্ষমতার ওপর ভরসা করে। বিপদ কেটে গেলে সেই ভরসা পরিণত হয় বিশ্বাসে। যদিও এই কাহিনীগুলি যুগ-যুগ ধরে চলে আসছে, তবু আমরা এমনভাবে এটা পরিবেশনা করছি যে বর্তমান সময়ের দর্শককেও সমানভাবে আকৃষ্ট করবে।” পুরাণের সঙ্গে কিছুটা কল্পনার মিশেলও থাকতে চলেছে বলে জানালেন ঈশিতা ও প্রিয়াঙ্কা।
আগামীকাল সন্ধ্যা ৬.৩০টা থেকে সম্প্রচারিত হবে ‘মেয়েদের ব্রতকথা’।